প্রিয় ভিজিটর বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দীর্ঘ ১২ বছরের শিক্ষাজীবন সাধনার পর এইচএসসি রেজাল্টের মাধ্যমে নিজেকে কিছুটা পরিপূর্ণতা পাবার আশ্বাস থাকে । তাই প্রত্যেকটি এইচএসসি পরীক্ষার্থীর কাছে এই পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ । এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে নির্ধারিত সময়ে রেজাল্ট প্রকাশ করা হয়। তখন অনলাইন কিংবা মোবাইল এসএমএস থেকে এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে রেজাল্ট দেখা যায় । এই বিষয়টি প্রত্যেকটি এইচএসসি পরীক্ষার্থীর কাছে খুব গুরুত্বপূর্ণ । আপনার হাতে যদি একটি মুঠোফোন থাকে তবে এইচএসসির রেজাল্ট দেখার কাজের একধাপ এগিয়ে রয়েছেন । আজকের এই আর্টিকেলে আমরা জানাবো এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম অর্থাৎ কিভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো।
এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২
এছাড়াও নাম্বার সহ এইচএসসি রেজাল্ট দেখার উপায় । একই সাথে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করা নিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই।
যে কয় ভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায় | HSC Result 2022
তিনটি পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট দেখা যায় । এর মধ্যে একটি উপায়ে আপনি অরিজিনাল মার্কশিট পাবেন যা আপনার কলেজ থেকে দেওয়া হবে। তবে এটি অনেক লম্বা সময়ের ব্যাপার। তবে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি দুই ভাবে তাৎক্ষণিক রেজাল্ট দেখতে পারবেন।
যে দুইভাবে এইচএসসি রেজাল্ট দেখা যায় তা হল:
১. মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট দেখা যায়।
২. অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখা যায়।
এখন আমরা মোবাইল এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখা যায় এবং অনলাইনে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের রেজাল্ট দেখার তাড়াহুড়া থাকবেই। কিন্তু সঠিক নিয়ম না জানলে কিভাবে বের করবেন অযথাই টাকা নষ্ট করবেন। তাই যে দুইভাবে এসএসসি রেজাল্ট সহজ ও সঠিকভাবে বের করা যায় তা জেনে রাখা প্রয়োজন।
মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ | এসএমএস করে HSC Result দেখার পদ্ধতি
আপনি আপনার মুঠো ফোন থেকে অফলাইনে এসএমএস করার মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করতে পারবেন। এর জন্য আপনাকে মোবাইল থেকে এসএমএস পাঠাতে হবে। এখন প্রশ্ন হল কোন নাম্বারে এসএমএস সেন্ট করলে রেজাল্ট পাওয়া যাবে? তো চলুন জেনে নেই।
এইচ এস সি রেজাল্ট পেতে কোন নাম্বারে সেন্ড করবো?
এইচএসসি রেজাল্ট দেখার অন্যতম একটি উপায় হচ্ছে মোবাইল এসএমএস পদ্ধতি বা এসএমএস সিস্টেম। আপনি যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন সেই তো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন;
HSC
এরপর একটি ফাঁকা কিংবা স্পেস দিয়ে ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার বোর্ডের নাম প্রথম তিন অক্ষর লিখুন।
যেমন ধরুন: HSC DIN
দিনাজপুরের সংক্ষিপ্ত নাম তিন অক্ষরে এভাবে দিবেন অথবা আপনার বোর্ডের নামের তিনটি অক্ষর বড় হাতের দিবেন।
এরপরে আরও একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার রোল নম্বরটি লিখবেন। এরপর স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল লিখবেন।
উদাহরণ: HSC DIN 123456789 2022
মেসেজটি লেখার শেষ হয়েছে হয়তো। এবার মেসেজটি সেন্ট করতে হবে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মিনিটের মধ্যেই আপনার রেজাল্ট জানিয়ে দিবে কর্তৃপক্ষ।
বিশেষ দ্রষ্টব্য: টেলিটক সিম থাকলে বিষয়টি আরো সহজে নিয়ন্ত্রণ করা যায়।
এবারে ফিরতি মেসেজে আপনি কত পয়েন্ট পেয়েছেন কোন বিষয়ে কি গ্রেট পেয়েছেন তার সব উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ মেসেজ কর্তৃপক্ষ আপনাকে প্রদান করবে।
অনলাইনে এইচএসসি ফলাফল দেখার নিয়ম ২০২২
স্মার্ট ফোন কিংবা স্মার্ট ডিভাইস থাকলেই এইচএসসি রেজাল্ট দেখা একদম সহজ বিষয়। তবে কিভাবে মার্কশিট সহ বের করবেন আপনার এইচ এস সি রেজাল্ট তা জেনে নিন এই আর্টিকেল থেকে।
কয়েকটি ধাপে অনলাইন থেকে একটি ওয়েবসাইট ব্যবহার করে এইচএসসি রেজাল্ট দেখা যায়। নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন আপনি নিজেই। শুধু কি তাই এখান থেকে যেকোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করা একদম সহজ।
ওয়েবসাইটটিতে সকল পাবলিক পরীক্ষার ফলাফল আপলোড করা হয় শিক্ষা বোর্ড গুলো থেকে। সেখান থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে যে কেউ যেকোনো সময় সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করে নিতে পারবে।
এখন অনলাইনে এইচএসসি রেজাল্ট বের করার ধাপসমূহ জেনে নেওয়া যাক।
অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২ | HSC Result 2022 ALL BOARD
১. গুগলে গিয়ে সার্চ বক্সে লিখুন educationboardresults এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এইচএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম ২০২২
২. ওয়েবসাইটে গিয়ে কয়েকটি তথ্য দেওয়ার অপশন পাবেন অটোমেটিক সিলেক্ট করার অপশন দেওয়া থাকবে।
৩. উপরের পেজ ভিউতে examination অপশনে HSC/Alim থাক বা না থাক আপনি এই লেখার উপর ক্লিক করে HSC/Alim সিলেক্ট করবেন।
৪. দ্বিতীয় অপশনে ইয়ার Year নামের একটি অপশন আছে। ইয়ার এর ডান পাশে ক্লিক করে আপনার পরীক্ষা দেওয়ার সাল নির্বাচন করুন।
আপনি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী হলে ২০২২ সিলেক্ট করে দিবেন।
৫.Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখতে পাবেন।
সেখান থেকে আপনার বোর্ডের নামটি সিলেক্ট করবেন।
৬. এরপরRoll এর অপশন এর ফাঁকা জায়গায় আপনার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিন।
মনে রাখবেন আপনার রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখবেন। খুব খেয়াল করে লিখবেন যাতে ভুল না হয়।
৭. এরপর Reg:No অপশনের ফাঁকা জায়গায় আপনার এইচএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন অর্থাৎ এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার দিন।
৮. এরপরে নিচে যে কোন দুইটি সংখ্যার যোগ/ বিয়োগ /গুন /ভাগ উত্তর লেখার একটি বক্স দেওয়া থাকবে।
যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে ইংরেজিতে লিখে দিন।
এর দ্বারা মূলত আপনি মানুষ নাকি রোবট তা প্রমাণ করার জন্য গুগল পরীক্ষা করে থাকে।
যাইহোক আপনার কাজ শেষ হয়ে গেছে এবার নিচে একটি সাবমিট submit বাটন দেখতে পাবেন।
Submit বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে আপনাকে আপনার কাঙ্খিত ফলাফল টি দেখাবে।
মার্কশিট সহ আপনি আপনার সকল বিষয়ের গ্রেড পয়েন্ট তো দেখতে পারবেন এখানে। এভাবেই অনলাইন এর মাধ্যমে আপনি আপনার এইচএসসি রেজাল্ট চেক করতে পারবেন আপনার ব্যাচের যে কোন বন্ধু চাইলে রেজাল্ট প্রকাশ করার পর এভাবে পয়েন্ট সহ দেখতে পারবে।
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম অনুযায়ী এভাবেই আপনি আপনার এইচএসসি রেজাল্ট দেখে নিতে পারবেন।
উপসংহার
এইচএসসি পরীক্ষা যতটা উৎসাহ উদ্দীপনার সাথে দেয়া হয়। ঠিক ততটাই আবেগ অনুভূতি এবং ভয় নিয়ে এইচএসসির ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হয়। আর এই ভয়টা আরো বেশি কাজ করে যখন এইচএসসির ফলাফল দেখার নিয়ম সম্পর্কে না জানা থাকে। তাই যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের এই আর্টিকেলটি সহায়ক হিসেবে কাজ করবে।