অনেক স্বপ্ন নিয়ে দশ বছর পড়াশোনার পর এসএসসি পরীক্ষা দেয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে পরবর্তী ক্লাসে বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ লাভ করা হয়। তাই পরবর্তী ক্লাসে ভর্তি থেকে শুরু করে উচ্চতর পড়াশোনায় এই রেজাল্ট দেখা হয়। একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার পর জানতে চেষ্টা করেন কিভাবে এসএসসি রেজাল্ট দেখব তাও আবার মার্কশিট সহ। রেজাল্ট দেখতে যাওয়া শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের এই আর্টিকেলটি উপহার।
আজকের এই আর্টিকেলে আমরা জানাবো কিভাবে এসএসসি রেজাল্ট দেখব, কিভাবে এসএসসি পরীক্ষার মার্কশিট বের করব ঘরে বসে। আরো জানবো কয়ভাবে এসএসসি রেজাল্ট দেখা যায়। অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার সহজ উপায় সম্পর্কে।
- এসএসসি রেজাল্ট দেখার সহজ উপায় ২০২২
এসএসসি পরীক্ষা দেয়ার পর রেজাল্ট এর অপেক্ষা যেন এক একটা পাহাড় সমান দিন মনে হয়। এর মধ্যে যদি রেজাল্ট দেখার সহজ নিয়ম জানা না থাকে তবে চিন্তা ও ভয়ে পরীক্ষার্থীরা অস্থির হয়ে যায়। তাই আজকে আলোচনা করব সহজ ভাবে এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে।
কয় ভাবে এসএসসি রেজাল্ট দেখা যায়?
সাধারণত দুটি পদ্ধতিতে এসএসসি রেজাল্ট দেখা যায়। দুটি পদ্ধতি বেশ জনপ্রিয় এবং খুব সহজ। চলুন জেনে নেই দুটি উপায় কি কি?
১) মোবাইলের এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করা যায়।
২) অনলাইন থেকে এসএসসি রেজাল্ট দেখা যায়।
বিশেষ করে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করায় অনলাইন থেকে রেজাল্ট দেখতে একটু দেরি হয়। তবে চিন্তার কোন কারণ নেই ঠিক তখনই মোবাইল এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা যায়।
যেকোনো পাবলিক রেজাল্ট দেখা একদম সহজ কাজ। তবে আপনাকে সঠিক উপায় সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই সব উপায়ে এসএসসি রেজাল্ট বের করতে সঠিক পদ্ধতি জেনে নিন। এজন্য সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন এবং আর্টিকেলটির সম্পূর্ণ পড়ে রেজাল্ট বের করতে আর কোন সমস্যা থাকবে না যদি বুঝতে পারেন।
এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২
মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করা একদম সহজ। এইজন্য আপনাকে কয়েকটি পদ্ধতি স্টেপ বাই স্টেপ মেনে চলতে হবে। কিন্তু এসএসসি রেজাল্ট বের করার জন্য কোন নাম্বারে সেন্ড করবেন এসএমএসটি? কি লিখতে হবে এসএমএস? ভয় পাবেন না চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
এসএসসি রেজাল্ট দেখার অন্যতম উপায় হচ্ছে এসএমএসের মাধ্যমে বা এসএমএস সিস্টেমে। আপনি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছেন তাই আপনার হাতে থাকা মুঠোফোনের এসএমএস অপশনে গিয়ে লিখুন
SSC
এরপর এসপেস বা ফাকা দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজি বড় হাতে লিখুন। এরপর আপনার বোর্ড পরীক্ষার রোল নাম্বার লিখুন। এরপর আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি লিখে ফেলুন।
উদাহরণ: SSC DIN 0000000 2022
এভাবে ধাপে ধাপে লিখে 16222 এই নাম্বারে সেন্ড করুন। একটু অপেক্ষা করুন মুহুর্তের মধ্যেই আপনাকে ফিরতি একটি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। সেই এসএমএস এর মধ্যে আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন কোন বিষয়ে কি গ্রেট পেয়েছেন সব উল্লেখ থাকবে।
এভাবেই খুব সহজে রেজাল্ট বের করে নিতে পারবেন।
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২
এখন স্মার্ট ফোন হাতে নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনার যদি একটি স্মার্ট ফোন অথবা স্মার্ট কোন ডিভাইস থাকে তবে এসএসসি রেজাল্ট বের করতে পারবেন অত্যন্ত সহজে। এই পদ্ধতিতেও কয়েকটি ধাপে অনলাইনে একটি সরকারি ওয়েবসাইট যেখানে সকল পাবলিক পরীক্ষার ফলাফল আপলোড করা থাকে সেখান থেকে কিছু নিয়মতান্ত্রিকভাবে আপনার রেজাল্ট বের করে নিতে পারবেন।
১. প্রথমে Education Bord Results নামের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর নিচের ছবিটির মতো একটি ইন্টারফেস আসবে।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২
২. ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশের পর উপরে পেজ ভিউ এর মত একটি ইন্টারফেস পাবেন। সেখানে দেখবেন কয়েকটি তথ্য দেওয়ার এবং অটোমেটিক সিলেক্ট করার অপশন দেওয়া আছে।
৩. উপরের পেজ ভিউ তে এক্সামিনেশন অপশনে গিয়ে ডান পাশে একটি চিহ্নতে ক্লিক করে এসএসসি বা দাখিল অপশন সিলেক্ট করবেন।
৪. দ্বিতীয় অপশনে ইয়ার নামের একটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে ইয়ারের ডান পাশে ক্লিক করে আপনি আপনার পরীক্ষা দেওয়ার সাল সিলেক্ট করবেন।
৫. Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখা যাবে।
সেখান থেকে আপনি আপনার বোর্ড নির্বাচন করুন।
৭. এরপর Roll এর অপশনে গিয়ে ফাঁকা জায়গায় আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিন। মনে রাখবেন আপনার রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।
৮. এরপর Reg: No লেখা অপশনের ফাঁকা জায়গায় আপনি আপনার এসএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন/এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে বসিয়ে দিন।
৯. এরপর নিচে যেকোনো দুটি সংখ্যার যোগ/বিয়োগ/গুণ/ভাগ করার জন্য বলবে। যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে লিখুন।
অনলাইনে এসএসসি রেজাল্ট পেতে করণীয়। এতক্ষণে ফর্মটি পূরণ হয়ে গেছে নিশ্চয়ই। এবার নিচে দেওয়া সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট বের হয়ে আসবে।
এবার দেখে নিন আপনার পয়েন্ট কত এবং কোন বিষয়ে কি গ্রেট পেয়েছেন সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন।
উপসংহার
তো প্রিয় বন্ধুরা এভাবেই খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার থেকে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার সবচেয়ে দ্রুত ও সহজ হয়। কেননা মূলত ফলাফল প্রকাশের দিন সবাই অনলাইনে রেজাল্ট দেখার চেষ্টা করেন ফলে সার্ভার জ্যাম হয়ে থাকে রেজাল্ট বের হতে বিলম্ব হয়। উপরের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনি অনায়াসে রেজাল্ট বের করতে পারবেন। এতক্ষণ থেকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।