কষ্টের কবিতা না বলা প্রেম গল্প

কষ্টের কবিতা না বলা প্রেম গল্প

না বলা প্রেম গল্প
__________________

কষ্টের কবিতা

হয়নি বলা প্রেম গল্প ছিলো কল্পনা অঙ্গনে,

বেসেছি ভালো মনে মনে ভাগ করিনি প্রেয়সী তোমার সনে।

ভাবনার রাজ্যের রানী ছিলে তুমি ভাবিনি হবেনা বলা কভু,

হারিয়ে ফেলে অধিকার বলে আজ বলছি তবু

জানি লাভ নেই আজ বলে তথাপি নেই তুমি আর আমার

নিজের ভুলে কোরবানী হলো আমার গোপন ভালোবাসার।

ভাবিনি এভাবে যেভাবে হয়েছে গুপ্তপ্রেমের খুন,

না বলা প্রেমে স্বাভাবিকের তরে কষ্ট কয়েক গুন,

তবুও আজ শান্ত পরিশ্রান্ত ক্ষত বিক্ষত মন,

হারিয়ে ফেলেও জানাতে পেরেছি হারিয়ে ফেলা ভালোবাসার আলাপন

যদিও এটি তিক্ত অভিজ্ঞতার মিস্টি জালাতন

তোমাকে গোপনে ভালোবেসেছি তুমি জানো আমি ভাইটি

অথচ না বলা প্রেমের গোপন গল্পের তুমি ছিলে প্রিয় সুইটি

কপাল চাপটে ফিরে পাবোনা আগের সেই সে দিন

যে দিনে ছিলে মনো মনিকোঠায়,পবিত্র স্মৃতি অমলিন

হারিয়ে ফেলেও জানাতে পেরেছি এই ভেবে পাই সুখ

প্রেয়সী জানে অন্ত ব্যাথা এই ভেবে ভরে বুক

সুত্রের ভুলে হয়নি বলা সঠিক সময়ে যদিও,

এই হতাসার ভাগ নেবেনা পাহাড় ঝর্না নদিও,

শুধু শান্তনা মনে,এই এই ভেবে যে জানাতে পেরেছি তুমি ছিলে মনের রাজ্যের রানী

তোমাকে ভালোবাসায় কসম ছিলোনা বিন্দু মাত্র সয়তানি

মন থেকে বেসেছি অনেক ভালো পবিত্র প্রেম নিবেদন শুধু হয়নি

সত্যি বলছি এই ভালোবাসায় ছিলোনা চুল পরিমান নফরমানি

যাইহোক প্রিয়ে

ভালো থাকো অন্যকে নিয়ে

দোয়া থাকবে চীরকাল

ভালোবাসি জানিয়ে আমিও থাকবো ভালো আমরন ইহকাল

তোমাকে নিয়ে লিখতে পারবো গদ্য কবিতা পৃষ্ঠা হাজার হাজার

কারণ আমি কাঙ্গাল যাযাবর শুধু পবিত্র ভালোবাসার

বেচে থাকুক এই পবিত্র প্রেম বেচে থাকো সুখে থাকো প্রিয়ে তুমি,,

দোয়া জ্ঞাপী মন প্রাণ থেকে হতে চাই তোমার আত্মারসঙ্গি আমি,,

লেখক: আরিফ হোসাইন মীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *