প্রিয় পাঠক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ।মোবাইল ফোন যেন এখন সবার প্রতিমুহূর্তের সঙ্গী। বর্তমানে প্রত্যেকটি মানুষের জীবন মোবাইল ঘনিষ্ঠ হয়ে গেছে। তবুও কিছু মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও মোবাইল ক্রয় করতে পারছেন না। একটি মোবাইল ফোন কিনতে পারেন না সামর্থের বাহিরে দাম হওয়ার জন্য। এজন্য আমাদের মধ্যে অনেকেই কিস্তিতে মোবাইল কিনতে চাই কিন্তু কিভাবে কিনবো জানি না। একটি ভালো মানের এন্ড্রয়েড ফোনের প্রাইজ একটু বেশি হয়ে থাকে। এজন্য দেশের বেশ কিছু কোম্পানি ইএমআই সিস্টেমে অনলাইনে সারাদেশে মোবাইল বিক্রি করছে। এছাড়াও দেশের একাধিক মোবাইল প্রতিষ্ঠান এবং ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান লোকাল শোরুমেও মোবাইল কিস্তিতে বিক্রয় করছে। আজকের আর্টিকেলে জানাবো কিভাবে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন, কয় ভাবে কিস্তিতে মোবাইল কেনা যায়, অনলাইনে ইএমআই তে কিস্তিতে মোবাইল কেনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং লোকাল ভাবে কিস্তিতে মোবাইল কেনার দরকারি কাগজপত্র সমূহ সহ সর্বশেষ জানাবো দেশের প্রথম সারির কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে যারা ইএমআই সিস্টেমে সারাদেশে মোবাইল বিক্রি করে। আরো জানাবো কিস্তিতে মোবাইল কেনার ব্যাপারে কেন সতর্ক থাকতে হবে। এ সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আর্টিকেল সাজানো সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করছি।
অনলাইনে কিস্তিতে মোবাইল কেনার জন্য করনীয়
আধুনিকতার এই যুগে প্রায় সকল চাকরিজীবী কিংবা ব্যবসায়ী অথবা স্টুডেন্ট এর ব্যাংক কার্ড আছে। আপনার শুধু একটি ব্যাংক ক্রেডিট কার্ড থাকলেই আপনি অনলাইন থেকে অথবা সরাসরি যে কোন মোবাইল ফোন কিস্তিতে কিনতে পারবেন কোন ডাউন পেমেন্ট ছাড়াই।
এখন নিশ্চয়ই অনেকে জানতে চাচ্ছেন যে ইএমআই সিস্টেমে মোবাইল কেনার বিষয়টা কি এবং কিভাবে কিস্তি দিতে হয় সম্পূর্ণ প্রসেসটি জানা দরকার। তাদের প্রশ্নের উত্তর হল যে সকল ব্যক্তির প্রথম সারির যেকোনো ব্যাংক ক্রেডিট কার্ড আছে তারা ওই কার্ডের বিপরীতে ব্যাংক থেকে একটি নির্দিষ্ট পরিমাণ লোন নিতে পারে। এবং ইএমআই সিস্টেমে মোবাইল কেনার পর অটোমেটিক প্রতিমাসের নির্দিষ্ট সময়ে কিস্তির টাকা আপনার একাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
এধরনের সুযোগ প্রদান করছে দেশের একাধিক মোবাইল বিক্রয় প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন তাদের সার্ভিস সম্পর্কে। এছাড়াও দেশের ম্যাক্সিমাম মোবাইল কোম্পানি তাদের শোরুমে ইএমআই সিস্টেমে মোবাইল বিক্রি চালু রাখছে। এতে করে আপনি সশরীরে গিয়েও দেখেশুনে মোবাইল ক্রয় করতে পারবেন।
লোকাল ভাবে কিস্তিতে মোবাইল কেনার জন্য করনীয়
আপনার আশেপাশে যেখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের দোকান রয়েছে। আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন।
লোকাল কিস্তিতে বলতে বুঝিয়েছি যাদের অনলাইনে কিস্তিতে মোবাইল কেনার জন্য ইএমআই সিস্টেমে ক্রেডিট কার্ড নাই তারা সরাসরি কিভাবে কিস্তিতে মোবাইল কিনবে। লোকাল ভাবে কিস্তিতে এন্ড্রয়েড মোবাইল কিনতে হলে আপনার কোন প্রকার ব্যাংক ক্রেডিট কার্ড বা চেক লাগবেনা। সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনতে চাইলে আপনাকে কিছু জিনিসের দরকার হবে। আসুন তাহলে জেনে নেই কি কি প্রয়োজন হবে কিস্তিতে মোবাইল কিনতে।
১) জাতীয় পরিচয় পত্র।
২) পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।
৩) দুইজন গ্যরানান্টর।
৪) গ্যারান্টরদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৫) কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট।
আপনি তাদের কাছ থেকে মোবাইলটি কিনবেন তার সাক্ষী এবং আপনি সময় মতো কিস্তি দিবেন টাকা পরিশোধ করবেন তার জন্য দুইজন গ্যারান্টর বা সাক্ষ্য থাকতে হবে। আর ডাউন পেমেন্ট হচ্ছে আপনার পছন্দ করা মোবাইলটির মোট মূল্যের নির্দিষ্ট পার্সেন্ট কেনার সময় এডভান্স প্রদান করতে হবে।
ডাউন পেমেন্ট বিষয়টা বুঝতে না পারলে আরো সহজ ভাবে বুঝিয়ে বললে ধরুন আপনি একটি এন্ড্রয়েড মোবাইল কিনবেন যার মোট দাম 20000 টাকা। এখন এই টাকার ২০% থেকে ৩০% টাকা অর্থাৎ ৪০০০ থেকে ৬ হাজার টাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবেন। তবে ডাউন পেমেন্ট এর পরিমাণ কম বেশি দেওয়া যায় যা শোরুম থেকে নির্ধারিত করে থাকে।
অনলাইনে কিস্তিতে মোবাইল বিক্রি করে কারা | কিস্তিতে মোবাইল কিনতে করণীয় কি
দেশের শতভাগ বিশ্বস্ত এবং বেস্ট সার্ভিস দেওয়া কিছু কোম্পানি যারা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কিস্তিতে বিক্রি করে ইএমআই সিস্টেমে।
এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে:
১) রবি কোম্পানি পক্ষ থেকে অনলাইনে ই এমআই সিস্টেমে মোবাইল বিক্রি করে robishop.com.bd
২) দেশ এবং দেশের বাহিরে অতি পরিচিত অনলাইন সব দারাজ অনলাইনে ইএমআই সিস্টেমে মোবাইল বিক্রি করে।
৩) দেশ সেরা মোবাইল সিম কোম্পানি অনলাই সিস্টেমে মোবাইল বিক্রি করে গ্রামীণফোন ডটকম।
৪) pickaboo নামের একটি জনপ্রিয় সব সারা দেশে মোবাইল বিক্রি করছে সব ধরনের ব্রান্ডের। আর এটি তারা করছে ইএমআই সিস্টেমে।
৫) othoba.com এ একটি অনলাইন শোরুম সব ব্র্যান্ডের মোবাইল বিক্রি করে ইএমআই সিস্টেমে।
এছাড়াও আরো বেশ কিছু কোম্পানি সারা দেশব্যাপী ইএমআই সিস্টেমে মোবাইল বিক্রি করে বাকি সকল কোম্পানি ও প্রতিষ্ঠানের নাম গুগল থেকে জেনে নিতে পারবেন।
লোকাল কিস্তিতে মোবাইল বিক্রি করে কারা
অনলাইনে বেশ কিছু মোবাইল কোম্পানি রয়েছে যারা কিস্তিতে মোবাইল বিক্রি করে থাকেন এই এমআই সিস্টেমের মাধ্যমে। কিন্তু সবার তো ব্যাংক ক্রেডিট কার্ড নাই। তাই লোকাল ভাবেও উপরে নিয়ম গুলো মেনে আপনি কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন। আর লোকাল কিস্তিতে মোবাইল বিক্রি করে এমন কিছু প্রতিষ্ঠান হল:
১) সিঙ্গার বাংলাদেশ
সিঙ্গার বাংলাদেশ নামে একটি কোম্পানি আছে তারা শুধু মোবাইলই নয় ল্যাপটপ কম্পিউটার সহ সব ইলেকট্রনিক পণ্য বিক্রি করে এবং লোকাল কিস্তিতেও বিক্রি করে থাকে। তারা অনলাইনেও বিক্রি করে তবে বেশিরভাগ লোকাল ভাবে এদের কিস্তিতে পণ্য বিক্রি বেশি হয়।
২) ওয়াল্টন গ্রুপ
ওয়ালটন গ্রুপ তাদের ব্রান্ডের মোবাইল সহ সব ধরনের পণ্য বিক্রি করে থাকে। এদের শোরুম বা আউটলেতে গেলেই সব বুঝে কিনে নিতে পারবেন।
৩) সব ব্রান্ডের মোবাইলের শোরুমে আপনি কিস্তিতে মোবাইল কিনতে পারবেন তবে এর মধ্যে বেশিরভাগই ইএমআই চেয়ে থাকে।
আপনি চাইলে গুগলে সার্চ করে একাধিক কোম্পানি পাবেন যারা কিস্তিতে মোবাইল বিক্রি করে থাকে।
কিস্তিতে মোবাইল কিনতে সতর্কতা
যেহেতু আপনি কিস্তিতে মোবাইল কিনতে চাচ্ছেন সেটা তো মাথায় রাখতে হবে প্রতিমাসের নির্দিষ্ট সময় টাকা দিতে হবে। এজন্য আপনাকে অগ্রিম প্রস্তুতি রাখতে হবে। প্রতিমাসের কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন কিনা তা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কিস্তিতে মোবাইল কিনার আগে দেখে নিবেন কোম্পানিটা এক্সট্রা টাকা নেই কিনা। সাধারণত 8 থেকে 10 মাসের মধ্যে টাকা পরিশোধ করলে কোন বাড়তি টাকা দিতে হয় না। তবে এই বিষয়ে জেনে রাখা ভালো এছাড়া চুক্তিপত্র ভালো ভাবে বুঝে নিবেন।
এছাড়া একটি বিষয় মনে রাখতে হবে, কিস্তিতে মোবাইল কিনছেন কিন্তু হারিয়ে গেলে বা চুরি হলেও কোম্পানিকে সকল টাকা পরিশোধ করতে হবে। তাই মোবাইল ব্যবহারে অবশ্যই সতর্ক থাকবেন। ই এম আই সিস্টেমে মোবাইল কিনলে ব্যাংক থেকে কিভাবে প্রতি মাসে কত টাকা কাটবে তা বুঝে নিবেন।
উপসংহার
উপরের সুযোগ সুবিধা এবং বিশেষ খেয়ালের দিকগুলো বিবেচনা করে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন। নিশ্চয়ই বুঝতে বাকি নাই যে আমরা যদি কেউ কিস্তিতে মোবাইল কিনতে চাই তাহলে কি কি করতে হবে। কিস্তিতে মোবাইল বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়ে থাকে। একটু খোঁজ নিলে ই পেয়ে যাবেন। তো মোবাইল কিস্তিতে কেনার বিষয়ে এই ছিল আজকের আপডেট সম্পূর্ণ পোস্ট করার জন্য ধন্যবাদ।