প্রিয় ভিজিটর বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। কুয়েত বিশ্বের অন্যতম একটি উন্নত রাষ্ট্র । দৃষ্টি এখন অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী । তাই যারা প্রবাসে যেতে চান তাদের কাছে কুয়েত দেশটির অন্যরকম গুরুত্ব রয়েছে । অনেকে চান কুয়েত ভিসা লাগিয়ে কুয়েতে যেতে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কুয়েত যেতে চান কিন্তু কুয়েতের ভিসা কিভাবে চেক করতে হয় এই সকল বিষয়গুলো সম্পর্কে একদম জানেন না। আজকের এই পোষ্টের মাধ্যমে কুয়েতের ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
কুয়েত ভিসা চেক করার নিয়ম
যারা কুয়েতে যেতে চান তাদের অবশ্যই কুয়েত ভিসা লাগে। অনেক ক্ষেত্রে ভিসা চেক এর জন্য বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয় । অর্থাৎ ভিসাটি এসেছে কিনা বা ভিসায় কোন ধরনের তথ্য ভুল হয়েছে কিনা এটা আগেই দেখার প্রয়োজন পড়ে।
তো এখন চাইলে যারা কুয়েত যেতে চান তারা যদি কুয়েতে যাওয়ার উদ্দেশ্যে ভিসা করে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই কুয়েতের ভিসা চেক করে নিতে পারবেন। নিচে অনলাইনে কুয়েত ভিসা চেক করার পদ্ধতিটি ধাপে ধাপে দেওয়া হলো:
ধাপ ১: প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে এবং তারপর Kuwait visa status লিখে সার্চ করতে হবে।
তারপরে আপনি ছবিতে দেখানো এরকম একটি সাইট দেখতে পারবেন । আপনাকে সরাসরি এবার
https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng
এই ওয়েবসাইট টি ভিজিট করতে হবে।
ধাপ 2: যে সাইটটি ভিজিট করছেন এই সাইটটি হচ্ছে কুয়েত সরকারি একটি ওয়েবসাইট। এবার একটু নিচে গেলে এরকম একটি ছবি দেখতে পারবেন। এখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৩: সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটির স্ট্যাটাস যদি এপ্রুভ হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিসাটি ঠিক রয়েছে।
কুয়েত যাওয়ার জন্য ভিসা
বাংলাদেশ থেকে কুয়েত যাওয়ার জন্য অনেক ধরনের ভিসা পাওয়া যায় । এই সকল ভিসা গুলোর মধ্যে জনপ্রিয় কিছু বিষয় রয়েছে যে ভিসা গুলোর মাধ্যমে অনেকেই কুয়েত যে থাকেন। নিচে কুয়েত যাওয়ার জন্য জনপ্রিয় কিছু ভিসার নাম উল্লেখ করা হলো-
কুয়েত কোম্পানি ভিসা
যারা কুয়েতে গিয়ে কাজ করতে চান তারা চাইলে কুয়েত কোম্পানি ভিসার মাধ্যমে কুয়েত যেতে পারবেন। কুয়েত কোম্পানি বিষয়টি হচ্ছে মূলত এক ধরনের কোম্পানি কেন্দ্রিক ভিসা।
এই ভিসার মাধ্যমে শুধু নির্দিষ্ট কোম্পানির হয়ে কুয়েতে গিয়ে কাজ করা যাবে। কুয়েতে কোম্পানির ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার শ্রমিক কুয়েতে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন।
কুয়েত ফ্রি ভিসা
যারা কুয়েতে কাজ করার জন্য যান তারা অনেকেই কুয়েত ফ্রি ভিসা নিয়ে থাকেন। কুয়েত ফ্রি ভিসার মাধ্যমে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কুয়েতে যেকোনো ধরনের কাজ খুব সহজেই পেয়ে যাবেন।
অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে কোন কোম্পানির অধীনে কাজ করতে হবে না আপনি চাইলে ভিন্ন ভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। এই ভিসার মাধ্যমে স্বাধীনভাবে কাজ করা যায়।
কুয়েত টুরিস্ট ভিসা
যারা শুধুমাত্র কুয়েত ভ্রমণের উদ্দেশ্যে ভিসা নিয়ে থাকেন তাদেরকে কুয়েত টুরিস্ট ভিসা গ্রহণ করতে হয়। কুয়েত টুরিস্ট ভিসার মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ওই দেশটিতে ভ্রমণ করতে পারবে। তাই যারা ভ্রমণের জন্য কুয়েত যেতে চান তারা চাইলে কুয়েত টুরিস্ট ভিসা নিতে পারবেন।
কুয়েত ভিসা প্রসেসিং | কুয়েত যেতে কত টাকা লাগে
কুয়েত ভিসার নিউজগুলোর মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কুয়েত ভিসা প্রসেসিং করতে বা কুয়েত যেতে কি পরিমান টাকা লাগে। কুয়েত একটি অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী দেশ।
তাছাড়া এই দৃষ্টিতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ-সুবিধাও রেখেছেন সরকার। তাই কুয়েতে কাজ করার জন্য ইচ্ছুক দৃশ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। বাংলাদেশ থেকে একজন ব্যক্তির কুয়েত যেতে কোম্পানি ভিসা ও ফ্রি ভিসার জন্য খরচ করতে হয় প্রায় ছয় লক্ষ টাকার মত। তারা এই ছয় লক্ষ টাকার ভেতরে খুব ভালোভাবে কুয়েত পৌঁছে যায়।
কুয়েত ভিসা বন্ধ না খোলা
কুয়েত ভিসা কবে খুলবে বা কুয়েত ভিসা বন্ধ নাকি খোলা এই প্রশ্নটাও অনেকে করছেন অনলাইনে। কিছুদিন আগেও করোনা পরিস্থিতির অবনতির কারণে সব দেশের ভিসা বন্ধ ছিল। বর্তমানে এখন বাংলাদেশ থেকে কুয়েত যাতায়াত এবং ভিসা প্রসেসিং চালু হয়েছে। তাই আপনি চাইলে এখন অনায়াসে কুয়েত ভিসার আবেদন করতে পারেন।
কুয়েত প্রবাসীদের পছন্দের জায়গা কেন
কুয়েত একটি সমৃদ্ধশালী দেশ। কুয়েতে কাজের ধরন এবং টাকার মান অন্যান্য দেশের থেকে অনেক বেশি। সমৃদ্ধশালী দেশ হওয়ায় এই দেশের প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাজের উদ্দেশ্যে যেয়ে থাকে। কুয়েতে গিয়ে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেক মানুষ। অতীতের মতো বর্তমানেও কুয়েত যাতায়াতের প্রতি মানুষের চাহিদা বেড়েই চলছে। কর্মস্থলের যেমন সহজলভ্যতা রয়েছে ফ্রি ভিসার মাধ্যমে যেকোনো ব্যবসা-বাণিজ্য করা যায় কুয়েতে গিয়ে।
উপসংহার
একটি উন্নত রাষ্ট্র হিসেবে কুয়েতের নাম চলে আসে বিশ্বের অন্যান্য দেশের আগে। তথ্য প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ কুয়েত একটি স্বপ্নের রাষ্ট্র। তাই এই দেশে বিভিন্ন দেশ থেকে লোকজন কাজ করার উদ্দেশ্যে যেয়ে থাকেন। তবে সঠিক তথ্য না জানার কারণে অনলাইনে ভোগান্তিতে পড়তে হয়। এই পোষ্টের মাধ্যমে আমরা কুয়েত ভিসা সম্পর্কে স্পষ্ট আলোচনা প্রদান করলাম।