ছেলেদের যে সাতটি গুণ মেয়েরা পছন্দ করে

প্রিয় ভিজিটর বন্ধুরা, আসসালামুআলাইকুম। সৃষ্টি লগ্ন থেকেই পৃথিবীতে নারী-পুরুষের প্রতি পুরুষ নারীদের প্রতি আকৃষ্ট হয় এটাই মানুষের প্রকৃতি। এটা আবহমানকাল থেকেই হয়ে আসছে। মূলত ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের দিকে আকৃষ্ট হয় বিশেষ কিছু কারণে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং মেয়েদের নিকট নিজেকে উপস্থাপন করতে চান তবে নিজের মধ্যে এই সাতটি গুণ আবিষ্কার করুন এবং মেয়েদের নিকট নিজের গ্রহণযোগ্যতা উপস্থাপন করুন। মেয়েদের নিকট নিজেকে উপস্থাপনের জন্য এই সাতটি গুণ বিশেষ ভূমিকা রাখবে। তবে আসুন পুরুষের এই সাতটি গুণ জেনে নেই যা মেয়েরা ভীষণ পছন্দ করে। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন আর আপনার ভালবাসার মানুষটির নিকট নিজের মনে লুকিয়ে রাখা ভাবকে সুন্দরভাবে ফুটিয়ে তুলুন।

ছেলেদের যে সাতটি গুণ মেয়েরা পছন্দ করে

ছেলেরা যেমন মেয়েদের মধ্যে কিছু গুনাগুন দেখে সন্তুষ্ট হওয়ার পর তাকে জীবনসঙ্গী বানান । তেমনি ভাবে মেয়েরা ও ছেলেদের মধ্যে কিছু ব্যতিক্রম জিনিস খুঁজেন এবং মনের মত হলে তবেই তাকে জীবনসঙ্গী কিংবা পছন্দ করতে সম্মতি হন মেয়েদের নিকট গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আপনার অবশ্যই এই সাতটি গুণ থাকতেই হবে যেমন:

১. শান্ত স্বভাব
পুরুষেরা নাটক সিনেমা থেকে উপলব্ধি করে থাকেন কিছুটা মারামারি উদ্ভট কিংবা হিরো টাইপের ছেলে মনে হয় মেয়েরা বেশি পছন্দ করে। বাস্তবিক অর্থে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কেননা পুরুষদের উগ্র স্বভাব মেয়েদের একেবারেই পছন্দ নয়।

তারা ভেবে থাকে উগ্রতা মানে রাগ আর রাগ মানে সম্পর্কের দূরত্ব তৈরি। তাই স্বভাবে শান্ত পুরুষ বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে। তাই আপনি যদি কোন মেয়েকে আকৃষ্ট করতে চান অবশ্যই আপনাকে নম্র ভদ্র আচরণের অধিকারী হতে হবে।

Reference: Happy Bangla 

২. হ্যান্ডসাম বা সুঠামশরীর

যদিও প্রেম ভালোবাসার মধ্যে সৌন্দর্য প্রধান বিষয় নয়। তবে বেশিরভাগ মেয়েরা হ্যান্ডসাম পুরুষ পছন্দ করে থাকেন। এক্ষেত্রে মেয়েরা ব্যাপক যাচাই বাছাই করে থাকেন। বিশেষ করে পশ্চিমা কালচারে উজ্জীবিত মেয়েরা সুঠামদেহের অধিকারী ছেলেদের ব্যাপক পছন্দ করে থাকে।

মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পারি যে ছেলেদের বডি সুন্দর সিক্স প্যাক কিংবা সুঠামদেহের মেয়েরা তাদের প্রতি সহজেই ইমপ্রেস হয়ে যায়। এজন্য অনেক ছেলেরা জিম করাকে পছন্দ করেন। তাই আপনি চাইলে একটু পরিশ্রম করার মাধ্যমে নিজের শরীরের গঠনতন্ত্রকে সাজিয়ে নিন আকর্ষণীয় আকারে। তবেই যে কোন মেয়ে আপনাকে পছন্দ করবে।

৩. উচ্চ শিক্ষা

যাদের শিক্ষার অভাব রয়েছে তাদের আচরণ ও রুচির মধ্যে অনেক বৈষম্য দেখা যায়। কথা বলায় চলাফেরায় সামগ্রিক বিষয়ে মেয়েরা শিক্ষিত মার্জিত এবং স্মার্ট ছেলেদের অগ্রাধিকার বেশি দিয়ে থাকেন। প্রত্যেকটি মেয়ে চায় তার লাইফ পার্টনার যেন অন্যান্য ছেলেদের থেকে কিছুটা স্মার্ট এবং শিক্ষায় দীক্ষায় শারীরিক মানসিক প্রত্যেকটি দিক থেকে একটু আলাদা ও ব্রড মাইন্ডের হয়। এজন্যই মেয়েরা উচ্চ শিক্ষিত ছেলে পছন্দ করে। যেহেতু মেয়েরা শিক্ষিত ছেলে পছন্দ করে সেহেতু আপনাকে অবশ্যই শিক্ষিত এবং স্মার্ট হতে হবে।

৪. চাকরি বা ব্যবসা

অর্থের প্রয়োজনীয়তা সকল সম্পর্কে প্রয়োজন। তাই পুরুষ টি যেন ভাল চাকরি করেন কিংবা ব্যবসা করেন এ ব্যাপারে মেয়েরা খুবই জানতে। আমরা সচরাচর দেখে থাকি মিডিয়াতে নাটক সিনেমাতে বেশিরভাগ পরিবারকে উপস্থাপন করা হয় চাকরি বা ব্যবসা ক্ষেত্র থেকে।

এরই ধারাবাহিকতায় মেয়েরা সেই গোছালো জীবনকে পছন্দ করে। একটি ছেলে সময় মত অফিস যাবে তাকে সাজিয়ে গুজিয়ে দেয়া হবে এ ধরনের কল্পনা জল্পনা কাজ করে মেয়েদের মনে তাই চাকরি বা ব্যবসা করে এমন ছেলেই মেয়েরা বেশিরভাগ পছন্দ করে থাকে।

৫. কর্তব্যপরায়ণ

ছেলেরা যদি পরিবারের প্রতি কর্তব্য পড়ায়ন হয় তবে স্বামীর ধর্ম তারা সুন্দরভাবে পালন করতে পারে। মূলত কথা হচ্ছে একটি দেউলিয়া কিংবা উদাসীন ছেলে নিজেকে মনে করেন সে মেয়েদের জন্য উপযুক্ত কিন্তু মেয়েরা এর বিপরীত চিন্তা ভাবনা করে থাকেন। মেয়েরা সাধারণত উজ্জ্বল ভবিষ্যৎকে সামনে রেখেই একটি সম্পর্কে জড়াতে পছন্দ করে।

কিন্তু বেশিরভাগ ছেলেরাই ছাত্র জীবনে কিংবা কর্মজীবনে মেয়েদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে একটি উদাসীন টাইপের হয়ে থাকে। যা মেয়েরা ভুলেও পছন্দ করে না। তাই যদি কোন ছেলে মেয়েদের নিকট নিজেকে জাহির করতে চায় মেয়েদের নিকট নিজেকে পছন্দ শীল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তবে তাকে অবশ্যই কর্তব্য পরায়ণ হতে হবে।

৬. স্থিতিশীল

মেয়েদের মানসিক জগতে প্রবেশ করার অন্যতম মাধ্যম হচ্ছে মন স্থিতিশীল হওয়া। নারীর দিকে চোখ ও মন যায় না কিংবা নারীর প্রতি বেখেয়াল থাকার কোন পুরুষকেই কোন মেয়ে পছন্দ করেন না। মূলত বিষয় হচ্ছে একটি ছেলে তার মধ্যে নির্দিষ্ট কোন মেয়ের প্রতি আগ্রহবোধ কিংবা দায়িত্ববোধ না থাকলে সে যে একজন উদাসীন মনের মানুষ সেটি অনায়াসেই বোঝা যায়।

কিন্তু একটি মেয়ে একটি ছেলের সাথে সম্পর্কে জড়ানোর পূর্বে কিংবা বিয়ে করার পূর্বে সেই ছেলের মানসিক স্থিতিশীলতা খেয়াল করে থাকেন। কেননা মেয়েরা চায় তার পছন্দের পুরুষ শুধু তার জন্যই তৈরি থাকুক তার জন্য নিবেদিত থাক।

৭. বন্ধু

একজন ভালো বন্ধু পেতে চায় মেয়েরা, যাকে নির্দ্বিধায় যে কোন কথা বলা যায় যে কোন আবদার করা যায়। বিয়ের আগে হোক বা পরে একজন পুরুষ যদি ভালো বন্ধু হতে পারে সে একটি মেয়ের সঙ্গেই সারাজীবন পার করে ফেলতে পারে।

একটি পুরুষের জাগতিক ও মানসিক চাহিদার বস না হয়ে বিশেষ ভালোবাসা মনের ভিতর তৈরি করে তার পছন্দের কিংবা লক্ষ্যমাত্রায় থাকা মেয়েটির জন্যই নিজেকে প্রস্তুত রাখা তার সাথে বন্ধুসুলভ আচরণ করা। এরকম আচরণ পছন্দ করেন খুজে থাকেন প্রত্যেকটি মেয়ে। কেননা মেয়েরা মায়ের জাতি তাদের মধ্যে ছোটবেলা থেকেই একটি মেয়েলি স্বভাব কাজ করে যা দমন করার জন্য চাই পুরুষের উচ্চ বন্ধুসুলভ ব্যবহার। বন্ধু শুলভ ব্যবহার করার কারণে একে অপরের প্রতি ভালোবাসার জন্ম নিবে।

সারকথা

উপরের তথ্যগুলো সম্পূর্ণ গবেষণা ভিত্তিক। ছেলে ও মেয়েদের মানসিক চিন্তা চেতনা গবেষণা করেই আর্টিকেলটি লিখা। যদি এতে কোন ছেলে কিংবা কোন মেয়ের মনে আঘাত লেগে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কেননা গবেষণা এটাই বলে যে একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রকাশ্যে কিংবা গোপনে তার অন্তরে কাজ করে থাকে।

আবার গবেষকরা বলেন একটি ছেলে সমাজে এবং তার জীবন সঙ্গিনীর কাছে গ্রহণযোগ্য হতে এই গুণগুলো থাকা অত্যাবশ্যক।
তাই শিক্ষনীয় বিষয় হিসেবে পোস্টটি কে গ্রহণ করুন ব্যক্তিগত আঘাত কিংবা প্রতিহিংসা হিসেবে নিবেন না। আর্টিকেলটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *