জিমেইল আইডি খোলার নিয়ম ২০২২

জিমেইল আইডি খোলার উপায় | Rules for opening Gmail ID

প্রিয় ভিজিটর বন্ধুরা, বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইল ব্যবহারের মাত্রা প্রতিনিয়তই বেড়ে চলছে। কিন্তু নতুন অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জিমেইল সম্পর্কে জানে না। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হিসেবে জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত জরুরী বিষয়। ‌ এন্ড্রয়েড মোবাইল গুলিতে বেশিরভাগ সফটওয়্যার ব্যবহার করার জন্য জিমেইল একাউন্টের দরকার হয়। মোটকথা অনলাইন দুনিয়ায় জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ব্যাপকভাবে কোন সুবিধা পাবেন না। youtube google প্লে স্টোর করুন যেকোনো ব্রাউজার ব্যবহারের জন্য জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তাই আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকা অত্যাবশক। আসুন তাহলে জেনে নেই জিমেইল একাউন্ট কি জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

Gmail কি | ইমেইল কি | Gmail ID

জিমেইল হল এক ধরনের অয়েব মেইল । জিমেইলের সার্ভিস দেয় গুগল । google এটিকে একদম বিনামূল্যে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে।

সর্বসাধারণের ব্যবহারের জন্য জিমেইল উন্মুক্ত হয় ২০০৭ সালে। জিমেইলকে গুগল মেইলও বলা হয়।

ইমেইল: ইলেকট্রনিক mail। অর্থাৎ ইলেকট্রনিক চিঠি হল ইমেইল। ইমেইল হয়ে থাকে কোম্পানি ভিত্তিক। যেমন google এর হলো জিমেইল Yahoo হলো Yahoo mail । শুধুমাত্র জিমেইল সর্বসাধারণের জন্য । বাকি অন্যান্য ইমেইল ব্যবহার করার জন্য গ্রাহকদের পেমেন্ট করতে হয়।

জিমেইল আইডি খোলার উপায় | Rules for opening Gmail ID

gmail আইডি খোলার জন্য এন্ড্রয়েড মোবাইল হলে অটোমেটিক জিমেইল নামক একটি সফটওয়্যার ইন্সটল করা থাকে। সেই জিমেইল সফটওয়্যার এ প্রবেশ করতে হবে।

আপনি কম্পিউটার থেকে জিমেইল একাউন্ট খুলতে চাইলে যে কোন ব্রাউজারে গিয়ে ক্রিয়েটিং জিমেইল একাউন্ট লিখে সার্চ দিলে সার্চ রেজাল্ট এর প্রথম লিংকে প্রবেশ করতে হবে। বেশিরভাগ android ব্যবহারকারী রয়েছে সারা বিশ্বে। তাই আমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়মে সিরিয়াল করে ধাপে ধাপে জানাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়।

মোবাইল কম্পিউটার উভয় ক্ষেত্রেই একইভাবে জিমেইল আইডি খুলতে হয়।

মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম

১) আপনার মোবাইল থেকে জিমেইল সফটওয়্যারে প্রবেশ করতে হবে । বাজে কোন ব্রাদার থেকে ক্রেট জিমেইল একাউন্ট লিখে সার্চ দিতে হবে।

২) পরবর্তী ধাপের পেজ ভিউতে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট একাউন্ট লেখা আছে। ক্রিয়েট একাউন্ট লেখায় ক্লিক করুন।

৩) ব্যক্তিগত জিমেইল খুলতে চাইলে ফরমাই সেল সিলেক্ট করতে হবে। আর নিজের ব্যবসার জন্য জিমেইল খুলতে টু মাই বিজনেস এ ক্লিক করতে হবে। এরপর নেক্সট বা পরবর্তী অপশনে যেতে হবে।

৪) পরবর্তী ধাপে নিজের নামের প্রথম অংশ এবং দ্বিতীয় ঘরে নামের শেষ অংশ দিতে হবে। নেক্সট বা পরবর্তী অপশনে যেতে হবে।

৫) পরবর্তী অপশনে আপনার জন্য তারিখ মাস এবং বছর চাওয়া হবে । এবং আপনার লিঙ্গ সম্পর্কে জানতে চাওয়া হবে । অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা নাকি তৃতীয় লিঙ্গের অধিকারী তা উল্লেখ করতে হবে এরপর জন্ম তারিখ বসিয়ে দিতে হবে।

৬) এবার নিশ্চিত করুন আপনি কোন লিঙ্গের। অর্থাৎ লিঙ্গ নির্বাচন করুন এবং নেক্সট বা পরবর্তী লেখাতে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য: আপনার জন্ম তারিখ হিসেবে ১৮ বছরের উপরে যাতে হয় সেই বিষয়টি মাথায় রাখবেন কেননা পরবর্তীতে কিছু সাইটে ১৮ বছর না হলে এই জিমেইল দিয়ে কাজ করতে পারবেন না।

জিমেইল আইডি খোলার রুলস

৭) এবার আপনার ইউজার নেম এর বিষয় । জিমেইল আপনার নাম অনুযায়ী অটোমেটিক দুইটি ইউজার নেম সাজেস্ট করবে। তৃতীয় নাম্বারে আপনি কাস্টমার করে একটি জিমেইল ইউজার নেম তৈরি করে নিতে পারবেন।

অর্থাৎ এই ইউজারনেম আপনার জিমেইলের নামের মত ব্যবহার করতে হবে। এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সেক্ষেত্রে নামের শেষের জন্ম তারিখ বা মোবাইল নাম্বারের শেষে দুই সংখ্যা দিতে পারেন। যদি নাম্টি available থাকে তবে তা না হলে ইন্টারনেট আপনি নাও পেতে পারেন গুগল থেকে দেয়া ইউজারনেম নির্বাচন করতে হবে।

৮) এরপর পরবর্তী ধাপে আসার জন্য আপনাকে একটি জিমেইল পাসওয়ার্ড লিখতে হবে । জিমেইল পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হতে হবে। কিছু সংখ্যা কিছু চিহ্ন কিছু অক্ষর মিশিয়ে শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে। বলে রাখা ভালো পাসওয়ার্ডটি নিরাপদ কোথাও লিখে রাখবেন পরবর্তীতে মনে করার জন্য। এরপর পরবর্তী ধাপে যান।

৯) এরপর আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। এটি মূলত দেওয়া হয় আপনার জিমেইল একাউন্টের এর সুরক্ষা বাড়াতে। কখনো পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বার ব্যবহার করে।

১০) সর্বশেষ আপনার মোবাইল নাম্বার নিশ্চিতের পর google দ্বারা জিমেইল সম্পর্কিত শর্ত মেনে নিতে হবে। নিচে আই এগ্রি অপশনে ক্লিক করে সম্মতি প্রকাশ করুন। আর এভাবেই জিমেইল আইডি খোলা হয়ে যাবে। আই এগ্রি দিয়ে থাকলে অবশ্যই আপনার কাজটি সুসম্পন্ন হয়ে গেছে মনে করুন।

উপসংহার

বিভিন্ন ব্রাউজারে এবং নিজ প্রয়োজনে একটি জিমেইল একাউন্টের প্রয়োজনীয়তা অনেক বেশি । আমরা চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে জিমেইল একাউন্ট খোলা সম্পর্কে জানাতে। আশা করছি জিমেইল একাউন্ট এর প্রয়োজনীয়তা বুঝে এই নিয়মে জিমেইল একাউন্ট খুলতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *