ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার সহজ নিয়ম | Dutch Bangla Bank Account Opening Rules

ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার সহজ নিয়ম | Dutch Bangla Bank Account Opening Rulesপ্য় পাঠক বন্ধুরা আশা করি ভাল আছেন, অর্থ উপার্জন যেমন জরুরী ঠিক তেমন অর্থ সঞ্চয় করার জন্য নিরাপদ ব্যাংক একাউন্ট থাকাও জরুরি। আপনার একটি আদর্শ ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার। তাই ডাচ বাংলা ব্যাংক এ সেভিংস একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে জানাবো আজকে।

ডাচ বাংলা ব্যাংক কি

বাংলাদেশ এবং নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক এটি। প্রচলিত সকল ব্যাংকের মধ্যে এটি একটি সফল প্রতিষ্ঠান। তাদের শাখা ও এটিএম মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সহ বিভিন্ন সেক্টর রয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ সুবিধা যোগ করছে এই সিস্টেমে।

সেভিংস একাউন্ট খোলার নিয়ম

এই ব্যাংকে একাউন্ট খোলার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র সহ দরকারী জিনিস সম্পর্কে জেনে নিন। যা একাউন্ট খুলতে প্রয়োজন হবে।

১) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

২) পরিচয়পত্র যা ছবি যুক্ত যেমন ভোটার আইডি কার্ড পাসপোর্ট কিংবা অন্যান্য ড্রাইভিং লাইসেন্স এর মত।

৩) নমিনির এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪) ট্রেড লাইসেন্স যদি ব্যবসায়ী হয়ে থাকেন।

এ সকল প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সহ ডাচ বাংলা ব্যাংকের যোগাযোগ করুন। অফিসে থাকা কর্মকর্তারা আপনাকে একাউন্ট করতে সম্পূর্ণ সহযোগিতা করবে।

 

 

কি কি অ্যাকাউন্ট খোলা যায়

 

১. সেভিংস ডিপোজিট প্লাস একাউন্ট

২. সেভিংস ডিপোজিট একাউন্ট স্ট্যান্ডার্ড

 

৩. এক্সেল সেভিংস একাউন্ট

 

৪. ইন্টারেস্ট ফ্রি সেভিংস ডিপোজিট একাউন্ট

 

৫. কারেন্ট ডিপোজিট একাউন্ট

 

৬. স্পেশাল নোটিশ ডিপোজিট একাউন্ট

 

৭. ডিবিবিএল স্কুল সেভারস একাউন্ট

 

ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার শর্ত

 

উল্লেখযোগ্য তেমন শর্ত নেই খুব সহজেই ডাচ বাংলা একাউন্ট করতে পারেন। উপরে বর্ণিত নিয়ম কানুন অনুসারে নিকটস্থ ব্যাংকে গিয়ে একাউন্ট করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *