ফেসবুক প্রোফাইলে ঘোরাঘুরি করছে কে | হাতেনাতে ধরার সহজ উপায়

ফেসবুক প্রোফাইলে ঘোরাঘুরি করছে কে | হাতেনাতে ধরার সহজ উপায়

প্রিয় ভিজিটর বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনি জানেন কি কারা কারা আপনার ফেসবুক প্রোফাইল টা(Facebook Profile) ঘুরে দেখছে, আপনি কি জানতে চান? আপনার ফেসবুক প্রোফাইলের অনলাইন স্টকারদের(stalkers) অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে যারা নজর রাখছে তাদের আপনি সহজেই ধরতে পারবেন। আর তার জন্য আপনাকে অনলাইনে সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই মুহূর্তে মোট দুটি পদ্ধতির সাহায্যে আপনি জেনে নিতে পারবেন যে কার আপনার ফেসবুক প্রোফাইলে ঘোরাঘুরি করছে। প্রোফাইলটা ঘুরাঘুরি করে দেখছে। আর সেইদুই পদ্ধতির একটি হল আই ও এস থেকে এবং অপরটি ওয়েব ভার্সন থেকে অর্থাৎ তার জন্য আপনাকে একটা কম্পিউটারের শরণাপন্ন হতে হবে।

প্রথম অপশন

ফেসবুকে কে স্টক করছে ios ব্যবহারকারীটা যেভাবে দেখবেন।

১) iphone ব্যবহারকারীদের সরাসরি এই সুবিধা দিয়ে থাকে ফেসবুক কোম্পানি। যার জন্য আপনাকে অ্যাপের প্রাইভেসি সেটিং এ যেতে হবে। আপনি যদি আইওএস ফোন ব্যবহার করেন তাহলে আপনি আপনার ফোনের প্রাইভেসি অপশনে শর্টকাটসে যান। সেখানে গিয়ে আপনাকে “হু ভিউড মাই প্রোফাইল”বাঁ কে আমার প্রোফাইল দেখল এই অপশনটি সিলেক্ট করতে হবে।

২) এই অপশনটি সিলেক্ট করলে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি কে স্টক করছে। তবে আপনার ফেসবুক প্রোফাইল যদি ফেসবুক ফ্রেন্ডস বা বন্ধুরা চেক করে তাহলে তাদের আপনি এখান থেকে ধরতে পারবেন না। শুধুমাত্র ফ্রেন্ড এর বাহিরে যারা রয়েছে তারা যদি আপনার প্রোফাইল ঘাঁটাঘাটি করে তবে আপনি দেখতে পারবেন।

২০১৮ সাল থেকে এই ফিচারটি আইওএস ইউজারদের জন্য দেওয়া রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই ফিচারটি নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। ২০২১ সালেই এই ফিচারটি android উপভোক্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আসেনি সেই ফিচার মনে হচ্ছে ২০২২ সালে এই জরুরি ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসবে মার্ক জুকারবার্গ।

দ্বিতীয় অপশন

দ্বিতীয় পদ্ধতির জন্য একজন ফেসবুক ব্যবহারকারী যে কোন ব্রাউজার থেকে নিজেদের ল্যাপটপ বা ড ডেক্সটপ ব্যবহার করে তার প্রোফাইল কে স্টক করছে জেনে নিতে পারবেন।
কিভাবে সেটিং করলে জানা যাবে তা হলো:

১) প্রথমেই তাদের যেতে হবে ফেসবুক ডট কম এ তারপরে ওয়েব পেজ এ রাইট ক্লিক করতে হবে।

২) অনেকগুলি অপশন আপনাকে দেখানো হবে ভিউ পেজ সোর্স অপশন আপনাকে ক্লিক করতে হবে।

৩) আবার আপনাকে বডি আইডি সার্চ করতে হবে এবং সেই ট্যাগটির পাশেই আপনি ১৫ ডিজিটের একটি নম্বর পাবেন। এটি আসলে একটি ফেসবুক প্রোফাইল আইডি। আর সেই আইডি গুলি হল যতজন আপনার facebook প্রোফাইল দেখছে বা দেখেছে তাদের প্রোফাইল আইডি।

৪) পরবর্তী ধাপে আপনাকে ফেসবুক ডট কমে গিয়ে তার পাশে অবলিক দিয়ে ১৫ ডিজিট এর প্রোফাইল আইডি দিতে হবে এবং ইন্টারে ক্লিক করতে হবে এখানেই আপনাকে দেখানো হবে আপনার কোন বন্ধু আপনার প্রোফাইলে ঘুরাঘুরি করছে।

এই পদ্ধতি কতটা উপকারী?

তথ্যপ্রযুক্তির কল্যাণে যতটা সুবিধা মানুষ পাচ্ছে তেমন ভোগান্তিতেও পড়তে হচ্ছে অনেককে। দিন যতই যাচ্ছে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। তবে ফেসবুকে নিরাপত্তাহীনতা কিংবা অপরিচিত ব্যক্তিদের নিজ প্রোফাইলে ঘোরাঘুরি পছন্দ করবেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বিভিন্ন প্রয়োজনে আপনার আইডিতে ঘোরাঘুরি করতে পারে আপনার পছন্দ কিংবা অপছন্দের মানুষ তাই এই বিষয়ে জানা থাকা জরুরি বলেই আমরা আজকের আর্টিকেলে জানিয়ে দিলাম কিভাবে খুব সহজে ফেসবুক প্রোফাইলে কে দেখছে তা জানা যায়।

অ্যান্ড্রয়েড ডিভাইসে কবে পাবো এই সুবিধা?

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে ছিল ২০২১ সালের মধ্যেই ফিচারটি android ডিভাইসের যুক্ত করা হবে। তবে সঙ্গত কারণে এখন পর্যন্ত আমরা ফিচারটি এন্ড্রয়েড ডিভাইসে পাচ্ছিনা। তবে এই পদ্ধতিটি চালু করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ কাজ করছে। ২০২৩ সালের মধ্যেই অ্যান্ড্রয়েড ডিভাইস গুলির মধ্যে ফেসবুক নিরাপত্তা সংক্রান্ত এই পদ্ধতিটি লঞ্চ করা হবে। ইতোমধ্যেই ফেসবুকে নতুন নতুন আপডেট এসেছে বলে আপনারা অনেকেই জানেন। তাই আশা করা যায় ২০২৩ সালের মধ্যে এই নিরাপত্তা সুবিধাটি ফেসবুক সকলের জন্য উন্মুক্ত করবে।

উপসংহার

সারা বিশ্বেই ফেসবুক ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। iphone এবং ios ফোন কোম্পানি তাদের ফেসবুক প্রোফাইলে বন্ধু ব্যতিরেকে সাধারণ কিংবা ভিন্ন কোন আইডি থেকে কেউ যদি প্রোফাইলে প্রবেশ করে তা দেখার পদ্ধতি দুটি উপরে আলোচনা করা হলো। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন পর্যন্ত এই সুবিধাটি পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে ২০২৩ সালে এই সুবিধাটি পাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা। এই সুবিধাটি ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদান করে। তাই এটি প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরী প্রয়োজনীয় বিষয়। গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রেখে আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *