অনলাইনে জমির দলিল বের করার নিয়ম

বাংলাদেশের জমির দলিল বের করার নিয়ম

প্রিয় ভিজিটর বন্ধুরা, পৈত্রিক সূত্রে কিংবা ক্রয় সূত্রে জমি মালিকানা নিশ্চিত হতে দলিল হাতে থাকা জরুরী। কেননা জমির দলিল শক্তপোক্ত না থাকলে আপনার জমি অন্য কেউ দখল করতে পারে। জমির দলিল বের করার জন্য যতটা জটিল বিষয় মনে করেন ততটা জটিল নয় খুব সহজ নিয়মেই জমির দলিল অনলাইন থেকে বের করা যায়। আপনি কি জানতে চান বাংলাদেশের জমির দলিল অনলাইনে কিভাবে বের করতে হয়? কতটা সহজ ভাবে আপনার চিন্তায় মগ্ন থাকা জমির দলিল কি নির্বিঘ্নে অনলাইন থেকে এই পোস্টের মাধ্যমে বের করা শিখে নিন। জেনে নিন অনলাইন থেকে জমির দলিল বের করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে। জমির দলিল বের করা অনেক জটিল ও কঠিন একটি কাজ কেননা একটি দলিল বের করার জন্য ভূমি অফিসে প্রচুর দৌড়ঝাপ করতে হয় যা অনেকেই ভোগান্তির কারণ মনে করেন। অথচ আমাদের এই পোষ্টের মাধ্যমে অতি সহজেই অনলাইন থেকে আপনার জমির দলিল বের করে নিতে পারবেন।

বাংলাদেশের জমির দলিল বের করার নিয়ম

 

ভূমি অফিসের মত অনলাইনে ভূমি অফিসের ওয়েবসাইটে সকল জমি সংক্রান্ত তথ্য জমা রয়েছে। আপনার জমির খতিয়ান নং, আর এস খতিয়ান নং, সিএস খতিয়ান নং জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন www.land.gov.bd এটি ভূমি অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে জমি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এখানেই পেয়ে যাবেন খতিয়ান নং ক্লিক করে দেখে নিন আপনার প্রয়োজনীয় খতিয়ান নম্বর সম্পর্কে বিস্তারিত। আপনি জমির মালিক কে তাও জানতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। সাধারণত মোবাইলের মাধ্যমে আপনি সরাসরি দলিল হাতে পাবেন না। তবে আপনার খতিয়ান নম্বরটিতে আপনার জমি ঠিকঠাক আছে কিনা কিংবা মালিকানা হিসেবে আপনার নাম দেখাচ্ছে কিনা তা দেখে নিলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে অবশ্যই জমিটি আপনার নামে দলিলকৃত।

অনলাইনে জমি সংক্রান্ত তথ্য

বিভিন্ন সময় এলাকার কিছু অসাধু কুচক্রী মহল অর্থাৎ দালাল টাইপের মানুষগুলো জমির ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দখল করতে চায়। আপনার দলিলের খতিয়ান নম্বরটি দাবি করে দালাল টাইপের মানুষগুলো। তখন আপনি মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে আপনার খতিয়ান নম্বরটিতে আপনি মালিকানা কিনা তা বের করে দেখাতে পারেন।

অনলাইন থেকে জমির দলিল বের করার নিয়ম

 

মূলত অনলাইন থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার খতিয়ান নম্বর এবং জমির মালিকানা দেখতে পারবেন। তবে সরাসরি জমির দলিল অনলাইন থেকে বের করা একদম অসম্ভব। এজন্য আপনাকে অবশ্যই ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। তবে অনলাইনের ভূমি সংক্রান্ত তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার খতিয়ান বা দাগের জমিতে আপনি মালিকানা আছেন কিনা। তথ্যগুলো প্রদর্শন করে যে কোন শিক্ষিত মানুষকে দেখালে তবে আর কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না।

জমির দলিল পেতে করণীয়

জমির অরিজিনাল দলিল শুধুমাত্র ভূমি অফিস থেকে সংগ্রহ করা যায়। তবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আপনি জমির দাগ নম্বর এবং মালিকানা নিশ্চিত হতে পারবেন। তবে আপনার জমির নির্দিষ্ট দলিল পেতে আপনাকে সশরীরে ভূমি অফিসে যেতে হবে তাদেরকে আপনার প্রমাণাদি পেশ করতে হবে। অর্থাৎ আপনার জমির কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভূমি অফিসে জমা দিতে হবে। ভূমি অফিসাররা আপনার কাগজপত্র গুলো যাচাই করে আপনার নামে যদি জমির থেকে থাকে তবে অবশ্যই কয়েকদিনের মধ্যে আপনাকে প্রকৃত দলিলটি হস্তান্তর করবে।

জমির দলিল

জমির দলিল
জমির দলিল মূলত ভূমি অফিসের নিকট জমা থাকে। জমির নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সরকারি ভূমি অফিসে যাবতীয় কাগজপত্র জমা থাকে। তবে অনলাইনের মাধ্যমে উপরোক্ত ওয়েবসাইটটি তে প্রবেশ করে আপনি আপনার দাগ নম্বর খতিয়ান নম্বর এবং জমির মালিকানা দেখে নিতে পারবেন। যেহেতু অনলাইনের ওয়েবসাইটটি ভূমি অফিসের অফিশিয়াল। সেহেতু এখানকার তথ্যের ভিত্তিতেই আপনি যদি পূর্বের কাগজপত্র ঠিকঠাক ভূমি অফিসে জমা দেখাতে পারেন তবে অবশ্যই কয়েকদিনের মধ্যেই প্রকৃত দলিলটি হাতে পেয়ে যাবেন।

পরিশেষে

জমি সংক্রান্ত তথ্য প্রদান করতে চেষ্টা করেছি। যেকোনো ধরনের জমি সংক্রান্ত প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অথবা আমাদের এবাউট অপশন থেকে ইমেইলে এ যোগাযোগ করবেন। আশা করছি এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকুন নির্ভেজাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *