একে অপরের সাথে যোগাযোগ রক্ষার জন্য মোবাইলে সিম ব্যবহার করা হয়। নানামুখী সুযোগ-সুবিধা নিয়ে অসংখ্য গ্রাহকদের সেবা দিয়ে আসছে। এ সকল আলাদা আলাদা কোম্পানির সিমের নম্বর, এবং অফার সম্পর্কে জানতে আলাদা আলাদা কোড থাকে।তাই এ সকল কোড প্রয়োজনের তাগিদে এ সকল সিমের অফার ও নম্বর দেখার জন্য প্রয়োজনীয় কোড জানতে ইন্টারনেটে অনুসন্ধান করেন অনেকে। জেনে নিন তবে বাংলাদেশের সকল সিম অপারেটরের প্রয়োজনীয় কোড সমূহ।
বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড 2023
প্রথমে আপনার প্রয়োজন হবে যে সিমে আপনি ব্যালেন্স ব্যবহার করছেন সেই সিমের নম্বরটি। অজ্ঞতাবশত সিম ক্রয় করার পর নম্বরটি মুখস্ত করা হয় না। অথবা সিম বিক্রেতার কাছ থেকে সংগ্রহকৃত কাগজটি হারিয়ে ফেলার কারণে নম্বরটি কত তা জানা হয় না। এজন্য রিসার্চ দেয়ার ক্ষেত্রে কিংবা অন্যকে নাম্বার প্রদানের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়। আসুন তাহলে প্রথমে জেনে নেই কিভাবে যে কোন অপারেটরে নম্বরগুলো ডায়াল করে দেখতে পারবেন।
সকল সিমের নাম্বার দেখার কোড
আপনার সিমের নম্বর কত? জানতে হলে অবশ্যই আপনাকে আপনার ব্যবহৃত সিম অপারেটরের ডায়াল কোড জানা দরকার। তাই আপনার প্রথম প্রয়োজন মেটাতে আমরা সংযুক্ত করেছি প্রয়োজনীয় ডায়াল কোড যার মাধ্যমে আপনি সহজে আপনার সিমের নম্বর দেখতে পাবেন।
গ্রামীণফোন নাম্বার দেখার কোড হলো: *২#
রবি সিমের নাম্বার দেখার কোড: *২#
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড: *৫১১#
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড : *২#
টেলিটক সিমের নাম্বার দেখার কোড: *৫৫১#
সকল সিমের ব্যালেন্স চেক কোড 2023
আপনার ফোনে কত টাকা ব্যালেন্স রয়েছে তা জানতে চান? তবে আপনাকে প্রয়োজনীয় কোড জেনে ডায়াল করে জানতে হবে। আসুন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে আসি। সকল সিম অপারেটরে ব্যালেন্স চেক করার আলাদা আলাদা গুরুত্বপূর্ণ কোড থাকে। গ্রামীণফোন, বাংলালিংক, রবি সহ সকল অপারেটরের ব্যালেন্স জানার কোডটি হল:
গ্রামীণফোন ব্যালেন্স দেখার কোড: *৫৬৬#
বাংলালিংক ব্যালেন্স দেখার কোড: *১২৪#
রবি ব্যালেন্স দেখার কোড: *২২২#
এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোড: *৭৭৮#
টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড: *১৫২#
আপনার ব্যবহার করা সিম অপারেটরের নাম দেখে ডায়াল কোডটি সংগ্রহ করে সহজে আপনার সিম নম্বরটি দেখে নিন। কি খুশি তো!! আপনি হয়তো ডায়াল কোড গুলো চিন্তিত মাথায় খুঁজছিলেন? পেয়ে গেলেন তাইতো? শুধু তাই নয় সকল সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড জানাবো আজকের আর্টিকে
গ্রামীন সিমের প্রয়োজনীয় কোড
বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় সিম অপারেটর হল গ্রামীণফোন। গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত গ্রামীণফোন সিম কোম্পানির দখলেই রয়েছে বর্তমানে। বাংলাদেশের প্রথম ও শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি এটি। কোটি কোটি গ্রাহক রয়েছে গ্রামীণফোনের। তাই এই সিমের প্রয়োজনীয় কোড ও গুরুত্বপূর্ণ কিছু অফার লিখে নেয়ার কোড গুলো জানাবো এখন।
১) গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড: *121*1*4#
২) গ্রামীণফোন মিনিট চেক করার কোড: *121*1*2#
৩) গ্রামীনফোনে ইমার্জেন্সি ব্যালেন্স কেনার কোড: *121*1*3#
৪) গ্রামীনফোনে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড: *121*1*3# অথবা *566#ডায়াল করলে জানতে পারবেন আপনার ইমারজেন্সি ব্যালেন্স কত আছে।
৫) গ্রামীণফোন এসএমএস চেক করার কোড: *566*22#
৬) গ্রামীণফোন কাস্টমার কেয়ার 121
গ্রামীণফোন ২০২৩ সালে এসেছে নতুন নতুন অফার। নিত্য নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার আহবান করছি।
রবি সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২৩
গ্রাম থেকে শহর নগরীর রবি সিমের ব্যবহার লক্ষ্য করার মতো। আকর্ষণীয় অফার ও দারুন ইন্টারনেট সেবা দিয়ে গ্রাহকদের নিকট চাহিদা তৈরি করেছে রবি। নতুন রবি গ্রাহকদের রবি সিমের সার্ভিস সংক্রান্ত তথ্য পেতে প্রয়োজনীয় কোড গুলো জানা দরকার। আপনিও যদি রবি সিমের প্রয়োজনীয় কোড জানতে চান তবে পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন।
১) রবি সিমের মিনিট চেক কোড*0#
২) রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক কোড *3#
৩) রবি সিমে এসএমএস চেক কোড: *222*22#
৪) রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করবেন *8#
৫) রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স দেখতে ডায়াল করবেন *222*16#
৬) রবি কাস্টমার কেয়ার: 123
আরো পড়ুন ঃ https://creativetreasure24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad/
উপসংহার
জনপ্রিয় সিম অপারেটর গুলির মধ্যে উল্লেখযোগ্য সকল অপারেটরের প্রয়োজনীয় কোড গুলো শেয়ার করার চেষ্টা করেছি। ২০২৩ সালের নতুন অফার নিয়ে বিস্তারিত ব্লগ পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনাদের প্রয়োজনে পাশে থাকতে পেরে আমরা ধন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।