ভাবনার দোষে দুষিত মন
কষ্টের কবিতা
ছিলো হাসি আকা আবেগ মাখা অশান্ত জীবন
ভাবনার দেশে তোরে ভালোবেসে কেটেছে সন্ধিক্ষণ.
শুধু ভাবিনি হারাতে হবে কখনো আমার প্রিয়জন.
আজ বুঝি তাই বুঝিগো সদাই ভাবনার দোষে দুষিত ছিলো আমার পাপিষ্ঠ মন….
ছিলোনা অপ্রাপ্তির এই অগ্র চিন্তা চলমান প্রেম ক্ষনে.
এক হয়েও তবু হারিয়েছি তোরে আলাদা আজ দুজনে.
তুই পারিস নি বুঝতে আমায় কতটা কঠোর আমি.
পৃথিবীর বুকে তোকে ভালোবাসা ছিলো হিরের চাইতে দামি..
খামখেয়ালি দিনগুলিতে বুঝাতে পারিনি আমি কেমনটা চাই.
তোর অবহেলায় পবিত্র প্রেম জলে পুড়ে হলো ছাই.
গুপ্ত কান্না চোখের কোনে মুখে ছদ্দবেশি হাসি.
ভিতরে জলে প্রিয়ে হারা অগ্নি বাহিরে বোঝাই আমি আছি ভালো আগের চেয়েও বেশি..
এ যেনো জীবিত আত্মার ফাসি..
প্রকাশ করবো কাকে কি করে উপায় তো আর নাই..
বেলা শেষে তাই চোখ মুছে আমি আমার পথেই যাই..
আজ আমি অনেক প্রতিষ্ঠিত আরো হয়তো হবো..
যাকে নিয়ে ছিলো সুখের স্বপন তাকে আর কই পাবো..
দৈব সুখ তাই হাতের ময়লা উড়িয়ে দিচ্ছি সুখ..
গিরগিটিরুপে রুপ পালটে হাসি খুশি রাখি মুখ..
হয়তো তুমি আছো সুখে আছো সংসার জালে আবদ্ধ..
ভুলে গেছো এই পাগল মীর কে আমি দিধায় নিস্তব্ধ..
পৃথিবীতে সুখ মানে যে কি সস্থি কাকে বা বলে..
উত্তর খুজি উত্তর বুঝি সুখ প্রাপ্তির অন্তরালে…
যেহেতু পাইনি চাওয়া মানুষকে সে পেয়েছে ঠিকি..
শান্তনা পাই এই ভেবে তাই প্রশান্তি এক সিকি..
সমাধান নেই অপ্রাপ্তির তাই কান্না,কবিতাই অস্ত্র..
তবুও থাকবো প্রিয়তমার কাছে আজীবন হাসির পাত্র…
না পেরেছি বোঝাতে পারবোনা কভু লিখি তবুও ফাক পেলে..
আগেও বলেছি আজো বলি আমি ভিন্ন প্রেমিক ছেলে..
আমার কবিতা আমার আবেগ বুঝবেনা জানি কভু..
বৃথা চেষ্টা করেছি অতীতে করে যাবো আমরনেও তবু..
চাওয়া একটাই করিও ক্ষমা সম্ভব যদি হয়..
তোমার দাবীর দায়বদ্ধতা মনে প্রাণে জাগায় ভয়..
তবুও করিও ক্ষমা সম্ভব যদি হয়..
প্রকাশ করবো কাকে কি করে উপায় তো আর নাই..
বেলা শেষে তাই চোখ মুছে আমি আমার পথেই যাই..
আজ আমি অনেক প্রতিষ্ঠিত আরো হয়তো হবো..
যাকে নিয়ে ছিলো সুখের স্বপন তাকে আর কই পাবো..
দোষ নেই তোমার দোষ সবি আমার নয় দোষী বোবা কপাল,,
এই ভারী বোঝা কাউকে দেবোনা আমি বইবো
সকাল সন্ধ্যা মহাকাল…
ভালো থাকো শুধু দোয়া জ্ঞাপি প্রিয়ে ভালো কাটুক জাগতিক ইহকাল,,
আমি থাকবো বাহ্যিক ভালো অপেক্ষা শুধু ক্রান্তিকাল.
বিদায় প্রিয়তমা বিদায়..
তুমিতো ভুলেই যাবে পাগল মীর নামক আমায়..