ভুলেও গুগলে যে পাঁচটি বিষয়ে সার্চ করবেন না

ভুলেও গুগলে যে ৫টি বিষয়ে সার্চ করবেন না

প্রিয় ভিজিটর বন্ধুরা, আশা করি সকলেই ভাল আছেন‌।‌ তথ্য প্রযুক্তির এই যুগে গুগল চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমান সময়ের যাবতীয় চাহিদা পূরণ করতে এবং জানতে গুগলের বিকল্প নেই। যে কোন প্রয়োজনে সঠিক তথ্য পেতে গুগলে সার্চ করা হয়। প্রযুক্তির কল্যাণে গুগল ভূমিকা রাখলেও মানুষের ব্যবহারের ত্রুটির কারণে কিছু বিষয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের আর্টিকেলে জানাবো ভুলেও google এ যে বিষয় সার্চ করা যাবে না। পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

গুগলে যে বিষয় সার্চ করা যাবে না

তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের কিছু জানার প্রয়োজন হলেই কারো মুখাপেক্ষী না হয়ে গুগলে সার্চ করেন। সাথে সাথে পেয়েও যান তার কাঙ্খিত বিষয়টি। তবে ইন্টারনেট ব্যবহারকারীদের google search এর মধ্যে দিয়ে হাত পাতে প্রতারকেরা। দেখা যায় নিজের প্রয়োজনের সার্চ করতে গিয়ে উল্টো বিপদে পড়েন অনেকে। তাই গুগলের সার্চে অন্তত পাঁচটি জিনিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই উচিত। জেনে নিন কোন পাঁচটি বিষয় google এ কখনোই সার্চ করা উচিত নয়।

১. অ্যাপস বা সফটওয়্যার

অনেকেই বিভিন্ন প্রয়োজনে অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল থেকে সার্চ করে থাকেন। এমন কিছু অ্যাপ আছে যা গুগল প্লে স্টোরে থাকে না কিন্তু এভাবে ডট apk ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সব সময় ঝুঁকি থেকে যায়। হ্যাকার কিংবা প্রতারকেরা অজানা সাইট থেকে অ্যাপ এর আকারে ডাউনলোড সাইট সাজিয়ে রাখে। আর অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার।

ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফারফা এবং স্মার্টফোনের বারোটাও বাঁচতে পারে। এমনকি আপনার ল্যাপটপ কম্পিউটারের সমস্ত ডাটা চুরি হতে পারে। আপনার নিরাপত্তায় থাকা গুগল একাউন্ট কিংবা ফেসবুক ইউটিউব সহ যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিসের উপর সাইবার অ্যাটাক হতে পারে। তাই ভুলেও গুগলে সার্চ করে অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা করবেন না।

২. ব্যাংকিং সংক্রান্ত যে কোন লিংক

গুগল সার্চ করে কোন ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান থাকবেন । কেননা ভুয়া ওয়েবসাইট থেকে সর্বস্বান্ত হতে পারেন আপনি ভুলভাল লিংকে প্রবেশ করার কারণে। তাই ব্যাংকিং এর ক্ষেত্রে অবশ্যই সরাসরি ওয়েব এড্রেস টাইপ করে খুঁজে দেখুন। অথবা সেই ব্যাংকের ওই তৈরি অ্যাপস ব্যবহার করুন। অনলাইনে লেনদেনের সময় সর্বোচ্চ সতর্ক থাকুন । অন্যথায় প্রতারকের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হতে পারে।

৩. ঔষধ ও চিকিৎসা

গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভালো। টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোন ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও উচিত হবে না আপনার।

গুগলে সার্চ করে ডাক্তারি করে বিচক্ষণতার পরিচয় নয়, বোকামির পরিচয় দিচ্ছেন না তো? গুগলে সার্চ করে হঠাৎ কোন ঔষধ কিংবা পরামর্শ গ্রহণ করে হিতের বিপরীত হতে পারে । তাই ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে গুগলের সহযোগিতা নেয়া থেকে বিরত থাকবেন।

৪. কাস্টমার কেয়ার নম্বর

আপনি অনলাইনে কোন জিনিস কিনেছিলেন ধরে নিচ্ছি। সেটি ফের ত করতে চাচ্ছেন কিন্তু দুইদিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময় কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নাম্বার খুঁজতে যাবেন না। অনলাইন ব্যবসার ক্ষেত্রে নকল ওয়েবসাইট খুলে থাকেন প্রতারকেরা। সেখানে থাকে ভুয়া নম্বর এবং সেই সমস্ত নম্বরে ফোন করলেই ফাঁদে পড়বে। এই ভাবেই অনেকে ধোঁকাবাজিতে পড়ে লক্ষ লক্ষ টাকা ধরা খেয়েছেন। তাই কখনোই সঠিক তথ্য না জেনে গুগলে সার্চ করে কাস্টমার কেয়ার নম্বর সংগ্রহ করার চেষ্টা করবেন না।

৫. শেয়ার বাজার কিংবা ট্রেডিং এর বুদ্ধি

গুগলে এই সম্পর্কে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট পাবেন পরামর্শ পাবেন ‌। কিন্তু নির্দিষ্ট ও নামই কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ারবাজার সংক্রান্ত বুদ্ধি না নয় সবচেয়ে ভালো ও নিরাপদ। একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থার ট্রেডিং এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। তাই এই বিষয়ে গুগল সার্চ এর উপর নির্ভর না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

উপসংহার

তথ্য প্রযুক্তির কল্যাণে গুগল ব্যাপক ভূমিকা পালন করে থাকলেও এই ভালো দিককে প্রতারকেরা খারাপ কাজে ব্যবহার করছে প্রতিনিয়ত। তাই গুগলে সার্চ করে তথ্য প্রযুক্তির কল্যাণে গুগল ব্যাপক ভূমিকা পালন করে থাকলেও এই ভালো দিককে প্রতারকেরা খারাপ কাজে ব্যবহার করছে প্রতিনিয়ত। তাই গুগলে সার্চ করে সেবা পাওয়ার ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকবেন।

 

কেননা গুগলে অহরহ ওয়েবসাইট খুলে জনগণকে প্রতারিত করার জন্য ওত পেতে বসে আছে প্রতারক মহল। তাই যে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে গুগলে সার্চ করা যাবে না তা নিয়ে আলোচনা করলাম। আশা করছি পোস্টটি আপনার সহায়ক হবে। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সচেতনতার লক্ষ্যে। ধন্যবাদ আপনাকে এতক্ষন থেকে পোস্টটি পড়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *