জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডির নাম পরিবর্তনে কি কি লাগে

ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে

প্রিয় ভিজিটর বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে তা জেনে রাখা প্রয়োজন প্রত্যেকের। জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড এ বিভিন্ন তথ্য সংশোধনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়োজন হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার আইডি কার্ড সংশোধনের কিছু নিয়ম তান্ত্রিক ক্যাটাগরি রয়েছে।
ভোটার আইডি কার্ড সংশোধনের ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রমাণপত্রের দরকার হয়। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানাবো ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করব ইনশাল্লাহ।

ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে

নিজের নামের বানান ও আংশিক পরিবর্তন। ভোটার আইডি কার্ডে নিজের নামের আংশিক সংশোধন করতে হবে।

  • পিইসিই/জেএসসি/এসএসসি বা সমমান/তার ঊর্ধ্বে কোন সনদ
  • জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
    সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ
    এমপিও /সার্ভিস বইয়ের কপি
    বিবাহের কাবিননামা

(উল্লেখ্য এখানে তালিকার ডকুমেন্টগুলো যে কোন এক বা একাধিক ডকুমেন্ট হলেই চলবে)
বাংলা নাম অনুসারে ইংরেজি বা ইংরেজি নাম অনুসারে বাংলা করা বর্তমান জাতীয় পরিচয় পত্রের বাংলা নাম অনুসারে ইংরেজি নাম সংশোধন অথবা ইংরেজি নাম অনুসারে বাংলা নাম সংশোধন করতে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে।

নাম সম্পূর্ণ পরিবর্তন

পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান/বা তার ঊর্ধ্বে কোন সনদপত্র
জন্ম নিবন্ধন
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
হলফনামা
সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ
এমপিও/সার্ভিস বইয়ের কপি
বিবাহের কাবিননামা
তদন্ত প্রতিবেদন
উপজেলা নির্বাচন অফিসারের প্রতিবেদন
পিতা মাতার নাম পরিবর্তন

ভোটার আইডি কার্ড এ পিতা মাতার নামের আংশিক সংশোধন করতে প্রয়োজন হবে;

পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান/বা তার ঊর্ধ্বে কোন সনদ
জন্ম নিবন্ধন
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
পিতা /মাতার জাতীয় পরিচয় পত্র
ভাই বোনের জাতীয় পরিচয় পত্র
ভাই বোনের পাবলিক পরীক্ষার সনদ
এমপিও /সার্ভিস বইয়ের কপি
বিবাহের কাবিননামা

স্বামী স্ত্রীর নাম আংশিক সংশোধন

ভোটার আইডি কার্ডে স্বামী স্ত্রীর নাম সংশোধন করতে প্রয়োজন হবে;

বিবাহের কাবিননামা
সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ
সন্তানদের জাতীয় পরিচয় পত্র অথবা অন্যান্য প্রমাণ

ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে?
পাঁচ বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধন
পিইসিই/জেএসসি/এসএসসি বা সমমান/বা তার উর্ধ্বে কোন সনদ বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রযোজ্য নয়)
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
জন্ম সনদ
সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ (পরিবারের সকল সদস্যের নাম পিতামাতা ভাই-বোনের জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্মের ক্রম উল্লেখ সহ)
পেনশন বা অবসর বা তার বইয়ের সত্যায়িত ফটোকপি
সার্ভিস বই/এমপিও সিটের কপি/চাকরির আইডি/ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিস স্মারকসম্মলিত পত্র

  • জন্ম তারিখ সংশোধন (সকল ক্ষেত্রে)
    পিইসিই/জেএসসি/এসএসসি বা সমমান/বা তার ঊর্ধ্বে কোন সনদ বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনলিপি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রযোজ্য নয়)
    পাসপোর্ট
    ড্রাইভিং লাইসেন্স
    জন্ম সনদ
    সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলোজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ (পরিবারের সকল সদস্যের নাম পিতামাতা ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মের ক্রম উল্লেখ থাকতে হবে)
    টেনশন বা অবসর ভাতা বইয়ের সত্যায়িত ফটোকপি
    সার্ভিস বই/এমপিও শীটের কপি/চাকরির আইডি/উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিস স্মারক সম্মিলিত পত্র।

ঠিকানা সংশোধন

সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ
জমির দলিল
ইউটিলিটি বিল
জন্ম নিবন্ধন বা পাসপোর্ট
অন্যান্য প্রমাণ

বৈবাহিক অবস্থার পরিবর্তন

বিবাহের কাবিননামা
হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের বিবাহ রেজিস্ট্রেশন না হয়ে থাকলে উভয় পক্ষ কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিট
সন্তানদের জাতীয় পরিচয় পত্র
সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ
বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট
স্বামী বা স্ত্রীর মৃত্যুর সনদ অথবা অন্যান্য প্রমাণ।

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে

ভোটার আইডি কার্ডের জন্মস্থান সংশোধন ভোটার আইডি কার্ডের জন্মস্থান সংশোধনের জন্য প্রয়োজন হবে;

সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ
পাসপোর্ট
জন্ম নিবন্ধন সনদ
পেশা পরিবর্তন
নিয়োগপত্র
পেশা ভিত্তিক সনদ
সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ
অন্যান্য প্রমাণপত্র

ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ ও আইরিশ পরিবর্তন জাতীয় পরিচয়পত্রের ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ ও আইরিশ পরিবর্তনের জন্য, স্ক্যানারের সাহায্যে কেন্দ্রীয় তথ্য ভান্ডারে আঙুলের ছাপ পরীক্ষা করে একই ব্যক্তি নিশ্চিত হতে হবে। অথবা একই ব্যক্তি মর্মে উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যয়ন প্রয়োজন হবে।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে?

ভোটার আইডি কার্ড সংশোধন করতে মূলত পাবলিক পরীক্ষার সনদ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস বই বা এমপি সিট, সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ বা জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য গ্রহণযোগ্য জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণপত্র লাগবে।

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন করতে কি লাগে?

জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন করতে সাধারণত পাবলিক পরীক্ষার সনদ, ডিজিটাল জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স লাগে। তাছাড়া চাকরিজীবীদের জন্য চাকরির সার্ভিস বই এমপিও বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিস স্মারকসহ চিঠি দেয়া যায়।

উপসংহার

ভোটার আইডি কার্ড প্রত্যেকটি দেশের নাগরিকের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। একজন দেশের নাগরিক হিসেবে ভোটার আইডি কার্ডের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে। সঠিক তথ্য জানা না থাকার কারণে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে তা সঠিক ধারণা না থাকায় পরিবর্তন করতে হিমশিম খান দেশের নাগরিকেরা। তাই আমরা চেষ্টা করলাম আপনি যাতে সহজে উপরে বর্ণিত তথ্য উপাত্যের ভিত্তিতে সহজেই ভোটার আইডি কার্ডের আংশিক কিংবা সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *