Mobile banking

মোবাইল ব্যাংকিংয়ে এক অপারেটর থেকে অন্য অপারেটরে পাঠানো যাবে টাকা

আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর বন্ধুরা, creativetreasure24 এর আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং বা এমএফএস সার্ভিসে  লেনদেন বিনিময় চালু করছে। এই সেবার মাধ্যমে আপনি বিকাশ থেকে রকেটে অথবা উপায় থেকে এম ক্যাসে এখন থেকে টাকা পাঠানো যাবে। এতদিন আমরা শুধু বিকাশ থেকে বিকাশে এবং রকেট থেকে রকেটে টাকা পাঠিয়েছি। আর এখন থেকে মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংকেও তাৎক্ষণিক লেনদেন করা যাবে। তথ্য প্রযুক্তির নতুন এই আবিষ্কার আলোড়ন সৃষ্টি করেছে সারাবিশ্বে। আসুন তাহলে জেনে নেই মোবাইল ব্যাংকিংয়ে এক অপারেটর থেকে অন্য অপারেটরে টাকা পাঠানো যাবে কিভাবে। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

মোবাইল ব্যাংকিংয়ে এক অপারেটর থেকে অন্য অপারেটরে পাঠানো যাবে টাকা

তথ্যপ্রযুক্তির কল্যাণে মোবাইল ব্যাংকিং সংস্থাগুলো ব্যাপক উন্নয়ন সাধন করছে। মানুষের চাহিদার দিকে নজর রেখে মোবাইল ব্যাংকিং অপারেটরগুলো এক অপারেটর থেকে ভিন্ন ধরনের অপারেটরে টাকা পাঠানোর সিস্টেম নিয়ে কাজ করছে অনেকদিন থেকেই এবারের সফল সংবাদ মোবাইল ব্যাংকিং এর পরিবর্তনের। এখন থেকে যে কোন অপারেটরে টাকা পাঠানো যাবে আপনার একটি মোবাইল ব্যাংকিং অপারেটর চালু থাকলেই।

কি কি নিয়ম টাকা পাঠানোর

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একজন গ্রাহকের বাণিজ্যিক ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থাকলে এই সেবা নিতে পারবে।

অর্থাৎ গ্রাহকের এম এফ এস বা ব্যাংকের যেকোনো একাউন্ট দিয়ে বিকাশ রকেট উপায় কিংবা এম ক্যাশে বিনিময়ের সেবা ব্যবহার করে টাকা লেনদেন করতে পারবেন।

বিনিময় আইডি খোলার নিয়ম

এই সেবাটি পাওয়ার জন্য একজন গ্রাহক তার ব্যাংক বা এমএফএস অ্যাপে বিনিময় আইকন থেকে আইডি খুলে নিবেন। বিনিময় ব্যবহার করে কোন ঝামেলা ছাড়াই সহজে ও দ্রুত লেনদেন করা যায়।

এক্ষেত্রে শুধু অন্যের ভার্চুয়াল আইডি দিলেই চলে যাবে টাকা। নাম ব্যাংক বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না।

কোন কোন প্রতিষ্ঠান এই সেবার আওতাভুক্ত

প্রাথমিকভাবে এই সেবাটি ১১ টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন শুরু হতে যাচ্ছে। এর মধ্যে আটটি ব্যাংক হল সোনালী, ব্রাক, ইউসিবি, ইস্টার্ন ,মিউচুয়াল, ট্রাস্ট, পূবালী ,আল আরাফাহ ইসলামী ও মিডল্যান্ড ব্যাংক।

এছাড়াও তিনটি এম এফ এস প্রতিষ্ঠান হল বিকাশ রকেট ও এম ক্যাশ। এর বাইরে টালি পেয়ে নামের একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি যুক্ত হবে।

কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা

কেন্দ্রীয় ব্যাংক নতুন সেবার লেনদেনসহ অন্যান্য চার্জ নির্ধারণ করে দিয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট চার্জ ফ্রি চূড়ান্ত করে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে ইন্টার ওপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম আইডিটিপি বিনিময় ব্যবহার করে যে কোন অংকের প্রতিটি লেনদেনে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান প্ল্যাটফর্মকে 50 পয়সা দেবে।

ব্যাংক ছাড়া অন্যদের ইন্টার অপারেল চার্জ দিতে হবে যা অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান কে দেবে। ইন্টার অপারেবল ফি গ্রাহক থেকে নেয়া যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিনিময় প্লাটফর্ম থেকে ব্যাংক টু ব্যাংক যে কোন অংকের লেনদেনে গ্রাহক থেকে সর্বোচ্চ ১০ টাকা নেয়া যাবে।

উপসংহার

মোবাইল ব্যাংকিং সিস্টেম দিন দিন জনপ্রিয় হচ্ছে। সহজেই নিমিষেই অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং সিস্টেমে আরো আধুনিকরণ করাতে অর্থ লেনদেনে নতুন মাত্রা যোগ হলো। যেকোনো একটি অপারেটর থাকলেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজ ভাবে টাকা পাঠানো অন্য যেকোন অপারেটরে সম্ভব বলে জারিকৃত নতুন নিয়ম ব্যাপক সারা ফেলবে। ব্যবহারকারী গ্রাহকদের এই সেবাটি দারুন উপকারে আসবে। তাই আর্টিকেলটি জনগণের উপকারের স্বার্থে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই আমাদের যাবতীয় শিক্ষামূলক আর্টিকেলগুলোতে নজর রাখার আহ্বান রেখে শেষ করছি আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *