শেষ ইচ্ছে!
কষ্টের কবিতা
জানি ঘুমোচ্ছো অপ্রিয় প্রাক্তন প্রেয়সী..
আমি হয়েছি নিদ্রাহীন উষ্ণ শুষ্ক আখিপটময় বিভীষিকা দেশের প্রবাসী..
জানি আছো ভেসে প্রশান্তির সাগরে প্রিয়তমার আদরে..
হাস্যজ্বল প্রাণচঞ্চল পদচারণে মুখরিত সাঝ নিশি নতুবা সূর্যিকিরণময় সুভাষিত ভোরে..
আমার প্রতিটি লিখনির ধাচেঁ,আত্মকথার ঝুলি আছে,থাকুক জমা আমারি কাছে এটাই প্রজ্ঞাপন..
অযতন পদস্থলনে পরিপূর্ণ হৌক আমার পাপিষ্ঠ মন,তবুও থাকো তুমিই ভালো.সুখি হও স্বস্থিতে রও দোয়া জ্ঞাপি আজিবন আমরন..
ভুলতে চেয়েও পারিনাকো আজো চেস্টা করি তবু..
অতীত স্মৃতি পতিত হয়ে হবেনা মরিচা কভু..
জানিনা ক্যানো এতোটা বেসেছি অন্তর থেকে ভালো..
সয়নে,স্বপনে,আধারে,গোপনে ভেসে ফেরে তোমার হাসিমাখা মুখপ্রতিচ্ছবির আলো..
গভীর রাতে জেগে জেগে যে কত গীতিকাব্য লিখেছি..
ইচ্ছে থেকেও করিনা প্রকাশ দূর থেকে শুধু দেখেছি..
দিবারাত্রির পরিক্রমায় মায়া কেনো যে বারে..
এপারেতো আর পাওয়া হবেনা পাই যেনো ওইপারে তোমারে..
তোমাকে নিয়ে একটি স্বপ্ন শেষ একটিই মনের আশ!!
আমার বুকে শেষবারের মত জড়িয়ে ধরে,,উচ্চস্বরে কাদবো!!আর ফেলবো দীর্ঘশ্বাস!!
নয় শুধু তাই আরো কিছু চাই করতে চাইনি ফাসঁ!
তোমাকে জড়িয়ে কেদেঁ কেদেঁ শেষ হয় যেনো আমার শেষ নিশ্বাস।
হ্যা এটাই আমার শেষ বাসনা কারো হোক বা না হোক বিশ্বাস।
লেখক আরিফ হোসাইন মীর
কষ্টের কবিতা কেন লেখা হয়?
কষ্টের কবিতা আসে কষ্ট যখন জমাট বেঁধে হীম হয়ে যায় তখন মনের অজান্তে কিছু কথা কিছু আবেগ কিছু কান্নার মিশ্রণ জড়ো হয় লিখিত আকারে। এই শুধু সাধারণ কথা নয় অন্তর্নিহিত কিছু ভাবাবেগ প্রকাশ হয় মনের কালি দিয়ে। অনেকে কবিতা গুলোকে ঠুনকো আবেগ মনে করলেও কবিতার প্রত্যেকটি কথায় রয়েছে হাজারো স্মৃতি হাজারো কষ্ট। হাজারো ছেলের মনের আকুতি যার চোখের পানি দ্বারা প্রকাশ না পেলেও কবিতার মাধ্যমে প্রকাশ পায়। তাই কষ্টের কবিতাকে সাধারণ কোনো কথা ভাবলে ভুল করবেন। হয়তো ভাষায় ত্রুটি থাকতে পারে হয়তো ছন্দে অমিল থাকতে পারে তবে কথাগুলো নিজের জীবনের বাস্তবিক অভিজ্ঞতা ও কষ্টের স্মৃতিচারণ থেকে লেখা। যাকে ঘিরে লেখা সে হয়তো কবিতাটা দেখছে না তবে ছেলেদের মনের কষ্টগুলো একই ধারাবাহিকতায় থাকা ছেলেরাই বুঝতে পারে। তাই যারা প্রকৃতপক্ষে প্রেম ভালোবাসায় সফল কিংবা ব্যর্থ তারাই কবিতা গুলির মানে বুঝতে পারবে। বিশেষ কোন সময়ে বিশেষ কোন মুহূর্তে বিশেষ কোন রাতে রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে জামাত বাধা কষ্টের দাবানল জেলে ওঠা সেই অগ্নিকুণ্ড থেকে এক চিমটি কালি তুলে সাদা আত্মার উপর ভরৎসনা লেখার নাম কষ্টের কবিতা।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
পাপিষ্ঠ_মীর
রাতঃ১ঃ০৯মিনিট