প্রিয় পাঠক, স্বাগতম জানাই আমাদের আজকের আর্টিকেলে । আজকে আমরা শেয়ার করব ওয়েবসাইটে গুগল এডসেন্স পাওয়ার নিয়ম সম্পর্কে । বেশিরভাগ ব্লগাররা বিশেষ করে নতুনরা সঠিক গাইড লাইনের অভাবে ব্লগিং সেক্টরে ভালো করতে পারছেন না । কারণ ব্লক ওয়েবসাইট থেকে সহজে ইনকামের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম google অ্যাডসেন্স। কিন্তু গুগল এডসেন্স থেকে ইনকাম করা যত সহজ গুগল এডসেন্স পাওয়া তার থেকে বেশি কঠিন।
সঠিক তথ্য জানা থাকলে আবার এই বিষয়টিও একদম সহজ। অবাক হলেন? আসলে সবকিছুর মতো গুগল এডসেন্স ও রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কাজ না করে আবেদন করলে কখনোই এডসেন্স পাবেন না। আর সব নিয়ম মেনে আবেদন করলে খুব সহজে গুগল এডসেন্স পাবেন।
সহজেই গুগল এডসেন্স পাওয়া যাবে কিভাবে | এডসেন্স পাওয়ার উপায়
সব ব্লগার চায় সহজে অ্যাডসেন্স এপ্রুভ করতে। তাই আজকে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এডসেন্স এপ্রুভ করানোর নিয়ম নিয়ে কথা বলব। একটি ওয়েবসাইটে যদি এই বিষয়গুলো মেনে অ্যাডসেন্স আবেদন করা হয় তাহলে অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে। আসুন তাহলে জেনে নেই কিভাবে নিয়ম অনুযায়ী কাজ করলে গুগল এডসেন্স পাওয়া যাবে। সহজেই এডসেন্স একাউন্ট পেতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রিমিয়াম ডোমেইন নির্বাচন | সহজে গুগল এডসেন্স এপ্রুভ করানোর উপায়
আপনাকে সামান্য কিছু টাকা খরচ করে হলেও প্রিমিয়াম ডোমেইন কিনে নিতে হবে। ব্লগার ডট কম এ ফ্রিতে সাইট করা গেলেও এটা দিয়ে করবেন না।
প্রিমিয়াম হল:
(.com ,. Me, .info , .xyz) এই ধরনের ডকুমেন্ট সিলেক্ট করে ভালো কোম্পানির থেকে হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করুন। মনে রাখবেন প্রিমিয়াম ডুমেন এডসেন্স অ্যাপ পাওয়ার জন্য অলিখিত অসামান্য অবদান রাখে।
গুরুত্বপূর্ণ পেজ যুক্ত করুন | সহজে গুগল এডসেন্স পেতে পেজ সমূহ
একটি ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য লক্ষ্য উদ্দেশ্য জানার জন্য ওয়েবসাইটের About Us পেজ দেখা হয়। এছাড়াও Privacy Policy এবং Contact Us পেজ অবশ্যই দরকার। এই তিনটি পেজ সুন্দরভাবে লিখে ওয়েবসাইট এড করতে হবে। এবং এটি হেডার এবং ফুটারে রাখবেন।
এছাড়াও আরো একটি পেজ যেমন Diclamer নামে একটি পেজ এড করতে পারেন। তবে এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।
পরিষ্কার এবং গতি সম্পন্ন ওয়েবসাইট | সহজে এডসেন্স পেতে করণীয়
একটি ওয়েবসাইটের গতির উপর ওয়েবসাইটটির অনেক কিছু নির্ভর করে। তাই মোটামুটি ভালো গতি সম্পন্ন একটি ওয়েবসাইট করতে হবে। এবং একদম সিম্পিল সহজ পরিষ্কার লুকের সাজাতে হবে আপনার ওয়েবসাইটটি।
আপনার ওয়েবসাইট এর হোমপেজে প্রবেশের পর google যেন সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারে। আর এর জন্য একটি কোয়ালিটি ফুল ফ্রি বা প্রিমিয়াম থিম ব্যবহার করবেন। যা খুবই সিম্পল হলেও দেখতে লাগবে অসাধারণ। এরকম হাজার হাজার থিম আছে। আর ক্লিয়ার ওয়েবসাইট বলতে আপনি আমাদের ব্লগের হোম পেজে প্রবেশ করে দেখতে পাবেন কত সিম্পল এবং সুন্দরভাবে সবকিছু সাজানো হয়েছে।
মিনিমাম আর্টিকেল পাবলিক | গুগল এডসেন্স পেতে কি করতে হবে
আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, একটি ওয়েবসাইটের মূল প্রোডাক্ট হচ্ছে সেই সাইটের পাবলিস্ট করা আর্টিকেল বা ব্লগ পোস্ট । আর একটি ওয়েবসাইটের মূল বিচার করা হয় পাবলিশ করা পোস্ট এর গুনাগুন ও কোয়ালিটি বিশ্লেষণ করে।
তাই আপনার ব্লগ ওয়েবসাইটে গুগল এডসেন্স পাওয়ার উপায় অবলম্বন করতে অবশ্যই খুব উচ্চ মানের ১৫-২০টি পোস্ট করতে হবে। এবং প্রত্যেকটি পোস্ট অবশ্যই কিওয়ার্ড যাচাই-বাছাই করে লিখতে হবে।
আর গুগল এডসেন্স আবেদনের আগে দেখবেন অন্তত দশ থেকে বারোটা ব্লগ হলেও যেন গুগলে ইনডেক্স করা হয়ে থাকে।
এবসেন্স পাওয়ার কাজকে আরো সহজ করতে ওয়েবসাইটে পোস্টের ধরন অনুযায়ী ৩-৫-৬ ক্যাটাগরি তৈরি করতে হবে। এবং প্রত্যেকটি ক্যাটাগরিতে একটি দুটি করে পোস্ট রাখতে হবে।
কোনভাবেই কোন ক্যাটাগরি খালি রাখা যাবে না।
ইমেল সংক্রান্ত সতর্কতা | গুগল এডসেন্স ইমেইল সর্তকতা
এডসেন্স পেতে হলে আপনার জি মেইল দিয়ে ওয়েবসাইট google search console এড করা সেই ইমেইল থেকে আবেদন করতে হবে।
আর এই আবেদন করার আগে আপনার ইমেইল আইডিটির কয়েকটি বিষয় মিলিয়ে দেখতে হবে।
গুগল এডসেন্স পেতে এই বিষয়বস্তুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১) website contact us page এ আপনার ইমেইলের তথ্য ব্যবহার করবেন।
২) আপনার ইমেইলে আপনার জন্ম তারিখ যেটা দেওয়া তাতে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে।
কারণ গুগল এডসেন্স কখনোই ১৮ বছরের নিচের ব্যক্তিদের এপ্রুভ দিবে না।
গুগল এডসেন্স পেতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩) আবেদন করার সময় আপনার ডিভাইসে একাধিক ইমেইল আইডি অ্যাড না থাকে।
কারণ গুগল এডসেন্স সরাসরি গুগলের একটি প্রোডাক্ট। আর google আপনার ডিভাইসের নকল তথ্য দেখতে সক্ষম। তাই একাধিক ইমেইল আইডি থাকলে গুগল এডসেন্স দিবে না।
অন্য কোন বিজ্ঞাপন ব্যবহার না করা | গুগল এডসেন্স পাওয়ার উপায়
এডসেন্স হচ্ছে এড বিজ্ঞাপনের সব থেকে সেরা মাধ্যম জা ব্লগারদের সর্বাধিক ইনকামের সুযোগ দিয়ে থাকে। তবে এই এডসেন্স এপ্রুভ পাওয়ার আগে অন্যান্য দেশীয় বা আন্তর্জাতিক মানের কোন অ্যাড ব্যবহার করা যাবে না। এটি যদি করে থাকেন অটোমেটিক আপনার ওয়েবসাইট এডসেন্স বাতিল করে দিবে।
গুগল এডসেন্স এপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি যদি অন্য অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন তবে একাধিক অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ না করাই উত্তম। কারণ এতে এডসেন্স একাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সময় মত পোস্ট করা | এডসেন্স পাওয়ার পদ্ধতি
আপনি আপনার মন মত একদিনে এসে পাঁচটি পোস্ট করে আগামী এক মাস ওয়েবসাইটে কোন পোস্ট করলেন না। এমন হলে আপনাকে ঝামেলা পোহাতে হবে। আপনাকে নিয়মিত পোস্ট করতেই হবে। তা যদি একদিন পর বা দুইদিন পর পর প্রতিদিন একটি নির্দিষ্ট করে পোস্ট হয় তবুও ঠিক আছে।
বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি নিয়মিত টাইম ম্যানেজ করে পোস্ট করতে চান তবে টাইম সিডিউল থেকে পোস্ট করতে পারেন। এতে করে পোস্ট আপনি যখনই করেন না কেন পাবলিশ হওয়ার একটি সময় সেট করে দিবেন অটোমেটিক সেই সময়তেই পাবলিশ হয়ে যাবে।
রেসপন্ডিভ ওয়েবসাইট | এডসেন্স এপ্রুভ করতে করণীয়
আপনার ওয়েবসাইটটি মানুষ গুগল থেকে সার্চ করে দেখবে। তবে মোবাইল কম্পিউটার ডেক্সটপ সহ যেকোনো ধরনের ডিভাইস থেকেই দেখতে পারে।
সাধারণত বেশি দেখে মোবাইল থেকে। তাই মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট করতে হবে। যেন মোবাইল ইউজারের আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে কোন সমস্যা না হয়।
ভিজিটর থাকা | গুগল এডসেন্স নিতে করনীয়
মোটামুটি সংখ্যক ভিজিটর অবশ্যই থাকতে হবে। সেটা ১-২ জন হলেও যথেষ্ট হবে।
তবে আপনার কনটেন্ট কোয়ালিটি নিয়ে কোনরকম ছাড় দেয় না গুগল। আপনার সব ঠিক থাকলেও কনটেন্ট যদি মানসম্মত না হয় বা কপি করা হয় তাহলে গুগল এডসেন্স পাওয়ার উপায় জেনে আর এডসেন্স পাবেন না। সম্পূর্ণ নিজস্ব লেখা এবং গ্রহণযোগ্য তথ্য থাকতে হবে আপনার আর্টিকেলে।
কিভাবে গুগল এডসেন্স অ্যাপ্রুভ হবে | গুগল এডসেন্স একাউন্ট
উপরে বর্ণিত নিয়ম মেনে যখন আপনার ওয়েবসাইটটি গুগল এডসেন্স আবেদন করার যোগ্যতা অর্জন করবে তখনই আপনি গুগলে এডসেন্সের জন্য আবেদন ফরম পূরণ করবেন।
আপনি চাইলে আমাদের টিমের সহযোগিতা নিয়েও গুগল এডসেন্স আবেদন করতে পারবেন।
উপসংহার
গুগল এডসেন্স এর মাধ্যমে হাজার হাজার মানুষ ইনকাম করছেন। বিভিন্ন ব্লগাররা বিভিন্ন বিষয়ে লিখছেন। তাই প্রতিভাবান এবং উদ্যোগী ব্লগার হতে চান যারা তারা এই আর্টিকেল পোস্টটি পড়ে নিয়ম অনুযায়ী গুগল এডসেন্স অর্জন করে ইনকাম করতে পারেন।