সেভেন স্টার বাস

সেভেন স্টার পরিবহন বাসের সময়সূচী, ভাড়া, রোডম্যাপ, কাউন্টার ফোন নাম্বার

প্রিয় ভিজিটর বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। সেভেন স্টার পরিবহন বাংলাদেশের জনপ্রিয় এবং বিলাসবহুল একটি বাস সার্ভিস। কক্সবাজার থেকে ঢাকা পটুয়াখালী চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় ও জেলা শহরে নিয়মিত চলাচল করে এটি। যাত্রীদের মনোমুগ্ধকর সেবা দিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই নিয়মিত এই বাছে যাতায়াত করতে আগ্রহী হয়ে উঠছে হাজার হাজার যাত্রীরা । এরই ফলশ্রুতিতে অনলাইনে প্রতিনিয়ত অনুসন্ধান করে থাকেন সেভেন স্টার পরিবহন বাসের সময়সূচী ভাড়া ও কাউন্টারের প্রয়োজনীয় ফোন নম্বর। আপনিও কি এই বাস সার্ভিসের কাউন্টার ঠিকানা, সময়সূচী, ভাড়া, কাউন্টারের ফোন নম্বর খুঁজছেন? তবে আপনাকে স্বাগতম আমাদের আজকের আর্টিকেলে। কেননা আজকে আমরা জানাবো এই বাস সার্ভিসের সময়সূচি ভাড়ার তালিকা কাউন্টারের প্রয়োজনীয় ফোন নম্বর সহ বিস্তারিত তথ্য। আসুন তাহলে জেনে নেই।

সেভেন স্টার পরিবহন বাসের সময়সূচী

 

বাংলাদেশের উন্নত ও আভিজাতশীল পরিবহনের মধ্যে সেরা ও জনপ্রিয় বাস সার্ভিস এটি। দেখতে যেমন চমৎকার ঠিক তেমনি বাসের ভেতরের পরিবেশ আরো বেশি চমৎকার। প্রতিদিন কক্সবাজার থেকে ঢাকা যাতায়াত করে। এবং ঢাকা থেকে চট্টগ্রাম সব গুরুত্বপূর্ণ জেলা শহরে নিয়মিত চলাচল করছে।

আপনি যদি এই পরিবহনে যাতায়াত করতে চান তবে এই পরিবহন সংস্থার গাড়িগুলো কখন কোন কাউন্টার থেকে সেরে যায় তা জানতে হবে। আসুন জেনে নেই সেভেনস্টার পরিবহন বাসের যাতায়াতের সময়সূচী।

সেভেন স্টার পরিবহন বাসের ভাড়ার তালিকা

 

তুলনামূলক অন্যান্য বাসের থেকে সেভেন স্টার পরিবহনের ভাড়া অনেক কম। তবে গুণগত মান অন্যান্য বাসের থেকে অনেক ভালো। আপনি নিশ্চয়ই অবাক হবেন এই বাসের ভাড়ার তালিকা দেখে। কেননা এই বাসের ভাড়া দুই দফায় নির্ধারণ করা আছে এসি বাস ও নন এসি বাসের আলাদা ভাড়া। জেনে নিন সেভেন স্টার পরিবহন বাসের ভাড়া সম্পর্কে।

সেভেন স্টার পরিবহন বাসের কাউন্টার নম্বর

আপনি নিশ্চয়ই জনপ্রিয় এই বাস সার্ভিসের প্রয়োজনীয় কাউন্টার নম্বর খুঁজছেন? যাতায়াত করতে হলে এই বাসের কাউন্টার নম্বর তো অবশ্যই প্রয়োজন। বাস সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা বাসের টিকিট ক্রয় করতে অথবা যথাসময়ে কাউন্টারে উপস্থিত হতে কর্তৃপক্ষের মোবাইল নম্বর থাকা জরুরী। তাই আমরা শেয়ার করেছি জনপ্রিয় বাস সার্ভিস সেভেন স্টার এর প্রয়োজনীয় কাউন্টার ফোন নম্বর গুলো।

ঢাকায় অবস্থিত কাউন্টার ঠিকানা ও নম্বর

সাধারণত বেশিরভাগ মানুষ ঢাকা থেকে যাত্রা করেন। রাজধানী ঢাকায় অসংখ্য কাউন্টারের ভিড়ে আপনার কাঙ্খিত বাসের কাউন্টার টি সঠিক কোন জায়গায় অবস্থিত এবং সেই কাউন্টারের প্রয়োজনীয় মোবাইল নম্বর জানা থাকা অত্যন্ত জরুরী। তাই আমরা শেয়ার করেছি ঢাকায় অবস্থিত ৭ স্টার পরিবহন বাসের ঠিকানা ও কাউন্টার নম্বর।

সায়দাবাদ বাস স্টেশন কাউন্টার, ঢাকা জেলা শহর
মোবাইল নম্বর: ০১৬০৮৭৫০১১০, ০১৬০৮৭৫০১১১

সেভেন স্টার পরিবহন বাসের সুবিধা

কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম পটুয়াখালী রোডে চলাচল কারি ভিআইপি এই বাস যাত্রীদের প্রথম পছন্দ হবে। কেননা বাসের বৈশিষ্ট্য ও পরিবেশ যাত্রীদের আকৃষ্ট করে। এটি সাধারণ ও ভিআইপি যাত্রীদের জন্য স্বতন্ত্র ব্যবস্থা রাখে। স্বল্পমূল্যে যাতায়াতকারীদের সাধারণ বাসের ব্যবস্থা রয়েছে এবং ভিআইপি যাত্রীদের জন্য এসি বাস চালু রেখেছে সেভেন স্টার কর্তৃপক্ষ।

সেভেন স্টার পরিবহনের রুটসমূহ

একটি পরিবহন সম্পর্কে জেনে আপনি নিশ্চয়ই আগ্রহী হন ভ্রমণ করতে। তবে ভ্রমণের পূর্বে জেনে রাখা জরুরি পরিবহন টি কোন কোন রুটে চলাচল করবে। এতে করে আপনার ভ্রমণের কিছু সুযোগ সুবিধা যোগ হতে পারে। সহজ ভাবে বলতে গেলে আপনি যে পরিবহনের যাতায়াত করছেন,সেটি যে রুট গুলিতে যাতায়াত করবে সেই পথে আপনার পরিচিত পথিক থাকতে পারে কিংবা অন্যান্য কাজ থাকতে পারে সে ক্ষেত্রে আপনি যাত্রা বিরতি কিংবা প্রয়োজনীয় কারো সাথে দেখা করতে পারবেন। কিংবা আপনি যে পরিবহনে ভ্রমণ করবেন সেটি যে রুটে চলাচল করবে সেই রুটে সময় কতটা লাগে তাও জানার বিষয়। আসুন তাহলে জেনে নিই seven star bus কোন কোন রুটে চলাচল করে।

  • কুয়াকাটা থেকে পটুয়াখালী- বরিশাল- ঢাকা নারায়ণগঞ্জ- নরসিংদী -মাধবী,
  • কুয়াকাটা থেকে পটুয়াখালী- বরিশাল -খুলনা যশোর- বেনাপোল,
    কুয়াকাটা থেকে পটুয়াখালী- বরিশাল- খুলনা সাতক্ষীরা- শ্যামনগর,

    •কুয়াকাটা থেকে পটুয়াখালী- বরিশাল- মোস্তফাপুর -মাদারীপুর- চাঁদপুর -ফেনী- চট্টগ্রামসহ ঢাকা রোড।

আরো পড়ুন ঃ  দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, স্টপেজ,ছুটির দিন, অনলাইন টিকেট বুকিং

এশিয়া লাইন এন্ড এয়ার কন্ডিশন (Asia Air-con) বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকেট, কাউন্টার ফোন নাম্বার

Reference: Ordinary IT

উপসংহার

কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম পটুয়াখালী ও রুটে নিয়মিত চলাচল করে জনপ্রিয় সেভেন স্টার পরিবহন। এসি ও নন এসি পরিবহন গুলো কবে কখন কোথায় থেকে চলাচল করে এবং এসব বাস এ যাতায়াত করতে প্রয়োজনীয় ঠিকানা ও মোবাইল নম্বর গুলো শেয়ার করেছি। বর্তমানে সেভেন স্টার বাসের কর্তৃপক্ষ থেকে সংগ্রহকৃত ঠিকানা ও মোবাইল নম্বর গুলো শেয়ার করেছি। কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় ঠিকানা ও নম্বর পরিবর্তন করতে পারে সে ক্ষেত্রে পরিবর্তিত নম্বর নিয়ে কোন প্রকার ঝামেলা পোহালে আমাদের কর্তৃপক্ষ দায়ী নয়। উপরে বর্ণিত তথ্যের ভিত্তিতে যোগাযোগ করে আপনার যাত্রা সুসম্পন্ন করুন ধন্যবাদ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *