আপনি কি ‘ক্যামেরা ফোকাসড’ স্মার্ট ফোন কেনার চিন্তাভাবনা করছেন? তবে আজকে আমরা যে দিল সম্পর্কে জানাতে চলেছি তা আপনার জন্য খুবই লাভজনক এবং সাশ্রয়ী হবে। ই-কমার্স সাইট আমাজন এ বর্তমানে একটি নতুন গুগল পিক্সেল ফোন ভারি ডিসকাউন্ট ও লোভনীয় অফারের সাথে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা ঠিকই শুনছেন আমরা কথা বলছি গত একুশে জুলাই ভারতে আত্মপ্রকাশ করা গুগল পিক্সেল 6 এ স্মার্টফোন সম্পর্কে। আলোচ্য মডেলটিকে সীমিত সময়ের জন্য ১১ হাজার টাকা স্যারের সাথেই কমার্স সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এক্সচেঞ্জ অফার এর লাভ উঠাতে পারলে প্রিমিয়াম গুগল পিক্সেল সিক্স এ ফোনকে বাজেট রেঞ্জে অর্থাৎ ১৯ হাজার টাকায় ও ক্রয় করা সম্ভব হচ্ছে বর্তমানে।
Google Pixel 6a কিনুন ২৫ হাজার টাকা ছাড়ে
এই ফোনের 6 জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে ই-কমার্স সাইট আমাজন আলোচ্য মডেলের সাথে সীমিত সময়ের ফ্ল্যাট ২৫% ডিসকাউন্ট দিচ্ছে।
যার ফলে এই হ্যান্ডসেটের দাম কমে ৩২,৯৯৯ টাকা হয়েছে। অন্যান্য অফারের কথা যদি বলা হয় পুরনো মোবাইল পরিবর্তন করে এই স্মার্টফোনটি কিনলে ১৪ হাজার ৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। মোট ২৫ হাজার ৫০ টাকা সাশ্রয়ে মাত্র আঠার হাজার 949 টাকায় গুগল পিক্সেল 6 স্মার্টফোন কিনতে পারবেন যেকোনো সময়। তবে আগেই জানিয়ে দেই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ আপনার ফোনের বাহির ও ভিতরের অবস্থা, মডেল নম্বর, ব্যান্ড এবং দামের উপর নির্ভর করবে।
Google Pixel 6a এর স্পেসিফিকেশন
এই ফোনে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) ওএলইডি পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। এই ডিসপ্লে কে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি। ফাস্ট পারফরমেন্স এর জন্য এটি অক্টা কোর গুগল টেন্সর প্রসেসর সংযুক্ত রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এই হ্যান্ডসেটে এন্ড্রয়েড ১২ ও ও এস রয়েছে।
মেমোরি: এতে ৬ জিবিএল পি ডি আর ফাইভ র্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে। আর নিরাপত্তার জন্য ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এই ক্যামেরা গুলি হল এফ বাই ১.৭ অপারচার সহ ১২.২ মেগাপিক্সেল সনি আই এম এক্স ৩৬৩ প্রাইমারি সেন্সর এবং f/ 2.2 অ্যপারচারসহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই রেয়ার ক্যামেরা গুলি ৩০ এফপিএস রেটে 4k ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে। কানেক্টিভিটির অন্তর্ভুক্ত থাকছে- ফাইভ জি, ফোরজি, এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য গুগল এই ফোনে ব্যবহার করেছে ৪,৪১০ এম এ এইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
শেষ কথা
অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতের নতুন এক আলোড়ন সৃষ্টিকারী কোম্পানি গুগল। অসাধারণ ক্যামেরা এবং সর্বোপরি সবমিলিয়ে দারুন সব ফিচার ডিজাইন সহ আমাজনে ২৫ হাজার টাকা ছাড়ে এই ফোনটি আপনি আজই অর্ডার করে ফেলুন।
পোস্ট সংক্রান্ত প্রশ্ন কিংবা মন্তব্য থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ ।