শেষ ইচ্ছে! কষ্টের কবিতা২০২২
শেষ ইচ্ছে! কষ্টের কবিতা জানি ঘুমোচ্ছো অপ্রিয় প্রাক্তন প্রেয়সী.. আমি হয়েছি নিদ্রাহীন উষ্ণ শুষ্ক আখিপটময় বিভীষিকা দেশের প্রবাসী.. জানি আছো ভেসে প্রশান্তির সাগরে প্রিয়তমার আদরে.. হাস্যজ্বল প্রাণচঞ্চল পদচারণে মুখরিত সাঝ নিশি নতুবা সূর্যিকিরণময় সুভাষিত ভোরে.. আমার প্রতিটি লিখনির ধাচেঁ,আত্মকথার ঝুলি আছে,থাকুক জমা আমারি কাছে এটাই প্রজ্ঞাপন.. অযতন পদস্থলনে পরিপূর্ণ হৌক আমার পাপিষ্ঠ মন,তবুও থাকো তুমিই …