1094380-worldcup

ফুটবল বিশ্বকাপ চূড়ান্ত দলের তালিকা ২০২২

Fপ্রিয় ভিজিটর বন্ধুরা, আশা করি সকলেই ভাল আছেন। বহু বছর অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২। এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী দেশ কাতার। মনমুগ্ধকর আয়োজনে নভেম্বরে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফুটবল বিশ্বকাপ ২০২২। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল খেলা কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরি মন্ডলের ফিফা ওয়ার্ল্ড কাপ। করনা মহামারী থেকে শুরু করে যাবতীয় সমস্যাকে পিছনে ফেলে শীতের আমেজকে আরো আনন্দঘন করতে কাতার আয়োজন করছে বিশ্বকাপ ফুটবল ২০২২। এবারের বিশ্বকাপে কোন কোন দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে তার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। যাচাই-বাছাই শেষে যে ৩২ টি দল তালিকা নাম রাখতে সক্ষম হয়েছে আজকের আর্টিকেলে তা নিয়ে আলোচনা করব।

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ লাইভ

অনেক প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে অতি সম্প্রতি কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২। ঘরোয়া আয়োজনে এবার উন্নত নগরী কাতার বিশ্বকাপ ফুটবলের মন মাতানো বিশ্বকাপ উপহার দিতে যাচ্ছে। ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন। অসংখ্য দল বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করলেও চূড়ান্ত পর্বের জন্য তালিকায় নাম রাখতে সক্ষম হয়েছে ৩২ টি ফুটবল টিম। ব্যাপক অনুশীলন ও চেষ্টার পর ৩২ টি দেশের ফুটবল টিম অংশগ্রহণ করতে পারবে এবারের কাতার ফুটবল বিশ্বকাপে।

ফুটবল বিশ্বকাপ চূড়ান্ত দলের তালিকা ২০২২

ব্যাপক সংগ্রামের পর 32 টি দল এবারের কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। বিশ্বের দরবারে কাতার একটি জনপ্রিয় নগরী ঘুম। উন্নত প্রযুক্তি এবং আর্থিক সচ্ছলতার কারণে কাতার বিশ্বে প্রভাবশালী একটি দেশ। তাই এবারের বিশ্বকাপে দেখা যাবে নতুন নতুন আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত ৩২ টি দলের হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে বাছাই পর্ব থেকে ৩২ টি দল নিজেদের নাম লিখতে সক্ষম হয়েছে কাতার বিশ্বকাপ ২০২২ এর তালিকায়। চলতি বছরের নভেম্বরের শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আসর বসেছে কাতারে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো আসন্ন এই বিশ্বকাপের বাছাই পর্ব।

সেই পড়বে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে কোস্টারিকা । এরই মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের মূল পর্বের ৩২ টি দল।

আমরা ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছি কোন কোন দেশ তাদের ফুটবল টিমকে এবারের বিশ্বকাপে জায়গা করিয়ে দিতে পেরেছে।

ফুটবল বিশ্বকাপ অংশগ্রহণকারী দল ২০২২

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে কাতার । নজর করা আয়োজন থাকবে উদ্বোধনী ম্যাচ থেকেই ‌।‌ এজন্য বাছাই করা হয়েছে কাতারের জনপ্রিয় স্টেডিয়াম গুলো। যে সকল দেশ তাদের ফুটবল টিমকে ৩২ টি চূড়ান্ত তালিকায় নাম লেখাতে পেরেছে তা তালিকা প্রকাশ করলাম।

১. কাতার

২. ইকুয়েডর

৩. নেদারল্যান্ডস

৪. সেনেগাল

৪. ইংল্যান্ড

৫. ইরান

৬. যুক্তরাষ্ট্র

৭. ওয়েলস

৮. আর্জেন্টিনা

৯. সৌদি আরব

১০. মেক্সিকো

১১. পোল্যান্ড

১২. ফ্রান্স

১৩. অস্ট্রেলিয়া

১৪. ডেনমার্ক

১৫. তিউনিশিয়া

১৬. স্পেন

১৭. কোস্টারিকা

১৮. জার্মান

১৯. জাপান

২০. বেলজিয়াম

২১. কানাডা

২২. মরক্কো

২৩. ক্রোয়েশিয়া

২৪. ব্রাজিল

২৫. সার্বিয়া

২৬. সুইজারল্যান্ড

২৭. ক্যামেরুন

২৮. পর্তুগাল

২৯. ঘানা

৩০. উরুগুয়ে

৩১. দক্ষিণ কোরিয়া

৩২. কোস্টারিকা

এই ৩২ টি দল আটটি গ্রুপে পর্যায়ক্রমে মোকাবেলা করবে। সহজে গ্রুপের তালিকা জানার সুবিধার্থে নিচে গ্রুপ আকারে দলগুলোর তালিকা প্রকাশ করলাম।

ফুটবল বিশ্বকাপ চূড়ান্ত গ্রুপের তালিকা

আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ‌।‌ এবারের বিশ্বকাপ আয়োজন করেছে সমৃদ্ধশালী দেশ কাতার। দারুন সব নজর করা আয়োজন থাকবে এবারের বিশ্বকাপে। ইতিমধ্যে ফুটবলপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে বিশ্বকাপ কে কেন্দ্র করে। অনেকেই google করে থাকেন এবারের ফুটবল বিশ্বকাপে চূড়ান্ত গ্রুপের তালিকা কোথায় পাবো। আপনাদের প্রশ্নের সহজ সমাধান পাবেন এই আর্টিকেলে।

এবারের বিশ্বকাপে মোট ৩২ টি দল নিজেদের খেলার সুযোগ করে নিয়েছে। এই ৩২ টি দল আটটি গ্রুপে বিভক্ত নিচে গ্রুপগুলো আলোচনা করা হলো।

কোন দল কোন গ্রুপে:

গ্রুপ এ: কাতার, ইকুইয়েডর, নেদারল্যান্ডস ও সেনেগাল গ্রুপ এ তে অবস্থান করছে।

গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ,ওয়েলস গ্রুপ বি তে অবস্থান করছে।

গ্রুপ সি: আর্জেন্টিনা ,সৌদি আরব ,মেক্সিকো পোলেন্ড গ্রুপ সিতে অবস্থান করছে।

গ্রুপ ডি: ফ্রান্স ,অস্ট্রেলিয়া ,ডেনমার্ক ,তিউনিসিয়া। গ্রুপ ডি তে অবস্থান করছে।

গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি ,জাপান গ্রুপ ই তে অবস্থান করছে।

গ্রুপ এফ: বেলজিয়াম ,কানাডা ,মরক্কো, ক্রোয়েশিয়া গ্রুপ এফ এ অবস্থান করছে।

গ্রুপ জি: ব্রাজিল ,সার্বিয়া ,সুইজারল্যান্ড ,ক্যামেরুন গ্রুপ জিতে অবস্থান করছে।

গ্রুপ এইচ: পর্তুগাল ,ঘানা ,উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া, গ্রুপ এইচ এ অবস্থান করছে।

উপসংহার

ফিফা ওয়ার্ল্ড কাপ এবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চূড়ান্ত দলের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ৩২ টি দল পরস্পর পরস্পরে মোকাবেলা করে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে একটি দল। বাছাই পড়বে উত্তীর্ণ ৩২ টি দলের তালিকা জানিয়ে দিলাম আজকের আর্টিকেলে। আশা করি পোস্টটি আপনার সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *