ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২২

ফেসবুক পেইজ খোলার নিয়ম ২০২২

প্রিয় ভিজিটর বন্ধুরা, আশা করি সকলেই ভাল আছেন। বর্তমান সময়ে ফেসবুক চিনেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিনোদনের পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এর সাথে যোগাযোগ এবং বর্তমান সময়ে ফেসবুকিং করে আয় করাও সম্ভব। তবে আপনাকে সঠিকভাবে ফেসবুক ব্যবহার জানতে হবে। আজকে আমরা জানাবো ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম সম্পর্কে। একটি অফিসিয়াল কিংবা প্রফেশনাল মানের ফেসবুক পেজ খোলার নিয়ম বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীরা জানে না। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সঠিকভাবে ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে। সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়ুন।

ফেসবুক পেইজ খোলার নিয়ম ২০২২

বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করেন এমন মানুষের সংখ্যাই বেশি। তবে একটি ফেসবুক পেজ তৈরি করার পর এতে রিচ বাড়ানো কিংবা লাইক বাড়ানোর ক্ষেত্রে পেজের ধরন এবং পেজটি খোলার ক্ষেত্রে যে কৌশল এবং নিয়ম পন্থা অবলম্বন করা উচিত তা না করার কারণে পেইজের কোনো উন্নতি হচ্ছে না। আজকে আমরা এই সমস্যার সমাধান জানাবো। ধাপে ধাপে কিভাবে একটি পেইজ খুলতে হবে তা অনুসরণ করতে থাকুন।


ছবিতে দেয়া এই অপশনটির মধ্যে থাকা +আইকনটিতে চেপে ধরুন। পেজ বাটনে ক্লিক করুন।

এবারে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন।

এখানে দেখতে পাচ্ছেন আপনার পেইজের নাম লেখার জায়গা সবার প্রথমে রয়েছে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করার অপশন এবং ডেসক্রিপশন লেখার জায়গাও রয়েছে। আপনার কাজ শুরু সবার আগে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো আপনার পেজটি কি বিষয়ে নিয়ে খুলতে চাচ্ছেন সেটি আগে নির্বাচন করে নিন। আপনি যে বিষয়ের উপর পেজটি খুলতে চাচ্ছেন তা যদি এন্টারটেইনমেন্ট কিংবা কোন নির্দিষ্ট বিষয়ের উপরে হয় তাও সিলেক্ট করতে হবে।

১. নাম নির্বাচন

একটি পেইজ খোলা কঠিন কোন বিষয় নয় তবে অসংখ্য পেজের ভিড়ে আপনার পেইজের নামটি কতটা সুন্দর এবং গ্রহণযোগ্য নামের অধিকারী হতে যাচ্ছে তা ভেবে নাম নির্বাচন করবেন। আরো একটি বিশেষ পরামর্শ নামটি অবশ্যই সহজ এবং প্রাঞ্জল বানানের হতে হবে। যাতে করে আপনার ভিজিটররা সহজেই আপনার নামে সার্চ করে পেজটি খুঁজে পায়। তাই আপনার পেজের নাম মনে রাখার জন্য তাদের খুব একটা কষ্ট হবে না আপনি নিজে একটু চিন্তা ভাবনা করলেই পেজের একটি সুন্দর নাম আবিষ্কার করতে পারবেন।

নাম নির্বাচন করার সময় আপনি যে নামটি ভাবছেন তা লিখে ফেসবুকে সার্চ করুন। চেক করে দেখে নিন সেই নামে অন্য কোন পেজ খোলা আছে কিনা। যদি আপনার ইউনিক নামটি ফেসবুকে সার্চ করার পরে দ্বিতীয় কোন রেজাল্ট না আসে তবে ভেবে নিবেন নামটি ইউনিক এবং গ্রহণযোগ্য। এবারে এই নাম দিয়েই আপনার পেইজের কাজ শুরু করুন।

ফেসবুকে অলরেডি পেইজ আছে এমন কোন নাম দিয়ে যদি আপনি পেজ তৈরি করেন তাহলে আপনাকে বেশ কিছু অসুবিধায় পড়তে হবে যেমন আপনি পেজ অপটিমাইজ করে পূর্বের পেজগুলোকে কত সহজে টপকাতে পারবেন না। নিয়ম অনুযায়ী আপনার সুবিধা বেশি পাওয়ার কথা কিন্তু বাস্তবে তা পাবেন না।

ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন নামের গুরুত্ব কতটা এর পরে আসবে ক্যাটাগরির বিষয়।

২. ক্যাটাগরি

এই অপশনটিতে আপনি তিনটি ক্যাটাগরি দিতে পারবেন। আপনি ফেসবুকে পেজ খোলার সময় সার্চ করে করে ক্যাটাগরি খুজে নিতে পারেন। যদি আপনি একটি গানের পেজ খুলে থাকেন। তবে আপনাকে মিউজিক এন্টারটেইনমেন্ট ইত্যাদি মোট তিনটি ক্যাটাগরি দিয়ে সাজাতে পারে। ক্যাটাগুড়ি তিনটি ফাইনালি সিলেক্ট করার পরে পরের ধাপে চলে যান।

৩. ডেসক্রিপশন

ক্যাটাগরির পরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ডেসক্রিপশন। যখন আমরা একটা পেজ তৈরি করব তখন আমাদের দুই জায়গায় ডেসক্রিপশন এড করতে হবে। এই বিষয়টি আপনার মনে রাখতে হবে এখানে যে ডিসক্রিপশনটা দিবেন এটা হচ্ছে আমাদের প্রথম ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে ২৫৫ টি অক্ষরের পর্যন্ত লিখতে পারবেন।

এখানে আপনি যা করবেন তা হলো আপনি যে ক্যাটাগরি গুলো দিয়েছেন সেগুলো এখানে প্লেস করবেন। ক্যাটাগরি নিয়ে সংক্ষেপে আপনার পেজ সম্পর্কে এখানে লিখবেন।

৪. প্রোফাইল ফটো

প্রোফাইল ফটো হবে আপনার বিজনেস লোগো। এটি আপনার ব্র্যান্ড কে পরিচয় করতে সহায়ক হবে।
আপনি যদি সুন্দর লোগো ডিজাইন না পারেন তাহলে অবশ্যই কোন এক ডিজাইনার কে দিয়ে লোগো ডিজাইন করে নিবেন। প্রোফাইলে লোগো লাগানোর পূর্বে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গুগল কিংবা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ছবি কোনভাবেই প্রোফাইলে লাগানো যাবে না। অবশ্যই আপনার নিজস্ব মননে তৈরি কিংবা কোন ডিজাইনের থেকে তৈরি করা লোগো লাগাতে হবে।

৫. কভার ফটো

আপনার পেইজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি সুন্দর কভার ফটো লাগাতে হবে। একটা কথা আপনাকে আরো বেশি গুরুত্বের সাথে মনে রাখতে হবে কভার ফটো লাগানোর পূর্বে ফটোর সাইজ সম্পর্কে ধারণা রাখতে হবে।

৬. ইউজার নেইম/পেইজ লিংক

আপনার পেজটি ফেসবুক সার্চ রেজাল্ট এবং google সার্চ রেজাল্টের প্রথম পজিশনে আনতে পেজ লিংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যখন আপনার পেইজের কোন ইউজার তার কোন ফ্রেন্ড বা রিলেটিভ দের কাছে আপনার পেজটি সাজেস্ট করবে তখন এটি খুবই সাহায্য করবে।

বিশেষ সর্তকতা: কমপক্ষে 20 টা লাইক আসার আগে কখনো ইউজার নেম এডিট করবেন না। যদি করে ফেলেন তাহলে আপনার পেইজের অপটিমাইজেশনে কোন কাজ করবে না। তাই কমপক্ষে 20 টা লাইক আসার পরে এডিট করার চিন্তা ভাবনা করুন।

Create @username লেখায় ক্লিক করুন।

ইউজার নেমে আপনার পেজের নাম দিন।। যদি নামটি অহরহ না থাকে তাহলে নামের শেষে আপনার পেইজের সাথে রিলেটেড ওয়ার্ড কিংবা সংখ্যা যোগ করে দিন।

৭. বাটন অ্যাড করুন

এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাটন এড করা। এর উপর আপনার পেজের রেসপন্স রেট অনেক অংশে নির্ভর করবে। এখানে অনেকগুলো বাটন থাকবে আপনি কোনটা ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনার পেজের ক্যাটাগরির উপর। যেহেতু আপনার পেজটি একটি ই-কমার্স বিজনেস এর জন্য আপনাকে সেন্ট মেসেজ বাটনটি এড করতে হবে। যাতে করে আপনার দর্শক কিংবা কাস্টমার আপনার সাথে সরাসরি মেসেজ কিংবা কলের মাধ্যমে কথা বলতে পারে।
আপনার বিজনেস যদি হয় ওয়েবসাইট কেন্দ্রিক তাহলে আপনাকে স্বপ্নেও বাটন এড করতে হবে।

এরপরে আমরা সরাসরি চলে যাব সেটিং অপশন এ।

৮. পেজ ইনফো

এবারের অপশনটি আরো গুরুত্বপূর্ণ। বাম পাশে সাইডবারে সেটিংস বাটনে ক্লিক করবেন। page info বাটনে ক্লিক করুন। এখানে আমাদের ইউজার নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন অলরেডি সেট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব কন্টাক্ট অপশনে। এখানে আপনার ফোন নম্বর অ্যাড করে দিবেন যে নাম্বারে আপনার কাস্টমার সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে।

এছাড়াও whatsapp নাম্বার ইমেইল ওয়েবসাইট সবকিছু দিয়ে দিবেন। যদি আপনার ওয়েবসাইট ইমেইল থেকে থাকে তবে অবশ্যই দিবেন। যদি আপনি লোকেশন কেন্দ্রিক পেজ খুলে থাকেন তবে লোকেশন দিতে পারেন। আপনি কতটুকু এরিয়া জুড়ে সেবা প্রদান করবেন কিংবা আপনার পেইজের মাধ্যমে কোন এলাকার মানুষ যোগাযোগ করবে তা সিলেক্ট করে নিন।

এভাবেই তৈরি করে ফেলুন একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ।

এই আর্টিকেলে ব্যবহৃত এক বা একাধিক কপিরাইটবিহীন ছবি https://www.freepik.com থেকেে সংগৃহীত হয়েছে

উপসংহার

ফেসবুক পেজ খোলা যতটা কঠিন মনে করা হয় ততটা কঠিন নয় তবে সঠিক তথ্য জানাটাই আসল বিষয়। এই আর্টিকেলের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনার ফেসবুক পেজ খুলে ফেলুন আজকেই। সবচেয়ে সহজ এবং নিয়ম তান্ত্রিক পন্থা শেয়ার করেছি এই আর্টিকেলের মাধ্যমে। আশা করছি এই পোস্ট আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। নিত্যনতুন টিপস পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *