iphone 13 pro রিভিউ ও দাম

iphone 13 pro  এর রিভিউ বর্ণনা ও দাম

প্রিয় পাঠক বন্ধুরা, মোবাইল জগতের সেরা নাম আইফোন। আর এই ফোনটি সারা বিশ্বের মোবাইল বাজার দাপিয়ে বেড়াচ্ছে। তবে এই ফোনের দাম যদি কমার অফার পেয়ে যান তবে ব্যাপারটা আলাদিনের চেরাগের মতো। অবিশ্বাস্য অফার নিয়ে আইফোন নিয়ে এসেছে ১৩ প্রো এর বিশাল মূল্য ছাড়।আসুন জেনে নেই বর্তমানে দাম কত এবং রিভিউ সম্পর্কে।

iphone 13 pro  এর রিভিউ বর্ণনা ও দাম

স্মার্টফোন জগতে দুর্দান্ত অফার দিচ্ছে বর্তমানে iphone। বিশেষ করে সস্তায় কেনার সুযোগ পাচ্ছেন সকল গ্রাহক। মোবাইল বাজারে আইফোন মানে সোনার হরিণ। বিভিন্ন ই কমার্স সাইট গুলি এই প্রিমিয়াম ফোন গুলির কম দামে বিক্রি করছে। আপনি যদি আইফোন কিনতে ব্যর্থ হন তবে হতাশ হবেন না এবার এই অফারে অল্প দামে কিনতে পারবেন।

iphone 13 pro এর দাম ও অফার

এই ফোন কোম্পানি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এই ফোনকে কাটাতে পারিনি অন্য কোন কোম্পানি। দারুন সব ডিজাইন আকর্ষণীয় কালার এবং আপডেট ফিচার নিয়ে সবসময়ই এগিয়ে ছিল আইফোন। যদিও বিশ্ববাজারে সবচেয়ে জনপ্রিয় এবং দামি মোবাইল এটি। তবুও গ্রাহকদের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে কমিয়ে না হয়েছে এই ফোনের দাম। এতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। তবে অ্যামাজনে ফোনটি এখন ১ লাখ ৯ হাজার ৯৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও সাথে মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। শুধু তাই নয় আপনি নো পোস্ট পিএমআই অপশন এর সাথে ফোনটি কিনতে পারবেন। আপনি চাইলে প্রতিমাসের 4700 টাকা সর্বনিম্ন পরিশোধ করে ফোনটি ক্রয় করতে পারবেন। ফ্লিপকার্টে এই ফোনের দাম ধরা হয়েছে এক লক্ষ উনিশ হাজার 900 টাকা। তবে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৩০০০ টাকা পর্যন্ত ছাড়। আর ১৮০০০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাচ্ছে।

iphone 13 pro এর ফিচার ও স্পেসিফিকেশন

এই মডেলের ফোনে ৬.১ ইঞ্চি সুপারহিট কিনা এক্স ডি আর ডিসপ্লে দেওয়া রয়েছে। ফোনটি সিনেমাটিক মোটসহ মার্কেটে এসেছে। সাথে রয়েছে প্রো ক্যামেরা সিস্টেম। বাজারে এই প্রথম সেন্সর সহ ১২ মেগাপিক্সেল টেলি ফটো লেন্স সমৃদ্ধ মোবাইল নিয়ে আসলো আইফোন। এই ফোনের দুটি রিয়ার ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল ওয়াইট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইট লেন্স। এই ফোনটিতে 15 bio নিট চিপসেট সহ পাওয়া যাচ্ছে। কোম্পানি জানিয়েছে ফোনটি 13 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখাতে পারবে।

উপসংহার

স্মার্ট ফোন জগতে iphone সবার শীর্ষে অবস্থান করছে। তাই সব ধরনের মানুষ যা তাই ফোন ক্রয় করতে পারে এজন্য এসেছে বিশাল মূল্য ছাড়। তাই আমরা চেষ্টা করেছি iphone 13 pro বাজার কাঁপানো ফোনটি বর্তমান মূল্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দিতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাদের পোস্ট থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পোস্টটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *