প্রিয় ভিজিটর বন্ধুরা, অত্যন্ত আনন্দের সংবাদ হলো ভোগান্তিকে দূরে ঠেলে দিতে এখন থেকে দেশের যেকোন প্রান্ত থেকে বিকাশ থেকে টাকা পাঠানো যাবে রকেটে। শুধু তাই নয় জনপ্রিয় দুটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে এসেছে দুর্দান্ত গ্রাহক সেবা। এবারে হাজারে পাঁচ টাকা খরচে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সুযোগ পাচ্ছে রকেট ও বিকাশ গ্রাহকরা। এখন থেকে আলাদা সার্ভিস হওয়া সত্বেও এই দুটি মোবাইল ব্যাংকিং সংস্থা ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছে গ্রাহকদের। কিভাবে হাজারে পাঁচ টাকা খরচে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবেন আসুন তা জেনে নিন।
বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে হাজারে ৫ টাকা খরচ
বিকাশ থেকে রকেটে আর্থিক লেনদেন এখন আর দূরের স্বপ্ন নয়। শিগগিরই এমন দিন আসছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এতটাই উচ্চ পর্যায়ে পৌঁছেছে যে কোন ব্যাংক থেকে এমএফএস বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর করা যাবে।
বিকাশ থেকে রকেটে ৫ টাকা খরচে কবে থেকে টাকা যাবে
বিকাশ থেকে রকেটে টাকা যাবে আগামী সোমবার থেকে। এই টাকা স্থানান্তরের গ্রাহকের প্রতি হাজারে খরচ হবে পাঁচ টাকা আর বিকাশ রকেটের মত বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান এমএফএস থেকে ব্যাংকের টাকা পাঠালে প্রতি হাজারে খরচ হবে মাত্র ১০ টাকা। এম এস এস থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে টাকা পাঠালে প্রতি হাজারে খরচ হবে পাঁচ টাকা।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম আইডিটিপি আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই সেবার নাম বিনিময়। এই সেবার মাধ্যমে সোমবার থেকে লেনদেন করা যাবে। এতে কোন সেবাই কাকে কতম আসল দিতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে।
বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো কবে চালু হচ্ছে
গত ছয় নভেম্বর রবিবারে নতুন এই সেবা চালু হচ্ছে তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৩ নভেম্বর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করেন আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বিনিময় তৈরি হচ্ছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা।
বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সুবিধা
প্রজ্ঞাপন অনুযায়ী বিনিময় ব্যবহার করলে যে কোন অংকের লেনদেনের অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান আইডিটিপিকে ৫০ পয়সা দিবে। আর বিনিময়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে সর্বোচ্চ ১০ টাকা। ব্যাংক থেকে পিএসপি ও এম এফ এসে টাকা পাঠাতে খরচ দিতে হবে না। তবে যেই পি এস পি ও ব্যাংকে টাকা যাবে তাদের দশমিক ৪৫ এ শতাংশ হারে মাশুল দিতে হবে। আর এই মাসল পাবে যে প্রতিষ্ঠান থেকে টাকা যাবে সেই প্রতিষ্ঠান।
বিনিময়ে খরচ কত?
বিনিময় ব্যবহার করে পিএসপি থেকে কোন ব্যাংকের টাকা গেলে প্রতি হাজারে গ্রাহকগুলোকে গুনতে হবে 10 টাকা। পিএসপি থেকে পিএসপি ও এম এফ এসে টাকা পাঠালে গ্রাহককে দিতে হবে প্রতি হাজারে পাঁচ টাকা। এক্ষেত্রে যেই পি এস পি ও এম এফ এ সি টাকা যাবে তাদের দশমিক ৭৫ শতাংশ হারে মাসুল পরিশোধ করতে হবে। আর এই মার্শাল পাবে যে প্রতিষ্ঠান থেকে টাকা যাবে সেই প্রতিষ্ঠান।
বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবো কিভাবে?
উদ্বোধনের পরে সঠিক নিয়ম কানুন প্রকাশ করবে কর্তৃপক্ষ। তবে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে সিম কোম্পানিগুলো যেভাবে এক অপারেটর থেকে অন্য অপারেটরের সেবা প্রদান করে থাকে তেমনি সহজ ভাবে বিনিময়ে অপশনের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এই সিস্টেমটির নামকরণ করা হয়েছে বিনিময়। কর্তৃপক্ষ এবং বিশ্লেষক মহল বলছেন বিনিময় নিয়ে আসবে টাকা লেনদেনের ক্ষেত্রে আমূল পরিবর্তন। অর্থশাস্ত্র এবং নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের ক্ষেত্রে বিনিময়ে অগ্রণী ভূমিকা পালন করবে।
সারকথা
মোবাইল ব্যাংকিং সেবা গুলির মধ্যে প্রতিনিয়তই নিত্যনতুন আপডেট আসছে। যুগের সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের মত বিকাশ এবং রকেট যৌথ উদ্যোগে এ পরিকল্পনা গ্রহণ করেছে যা গ্রাহকদের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করা যাচ্ছে।
ছবিখুব শীঘ্রই প্রত্যেকটি গ্রাহক এই সেবার আওতাভুক্ত হবে। হাজারে পাঁচ টাকা খরচে টাকা পাঠানোর এই সুযোগ দেশের মানুষের জন্য এক সুবর্ণ সুযোগ হিসেবে আসতে যাচ্ছে। তাই আজুই আপনার বিকাশ একাউন্ট অথবা রকেট একাউন্ট না থাকলে খুলে নিন শীঘ্রই। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।