টেসলা পাই ফোনের স্পেসিফিকেশন ২০২২

টেসলা পাই ফোন স্পেসিফিকেশন ২০২২

টেসলা ফোন নিয়ে নানান কৌতুহল ও গুঞ্জন চলছে মোবাইল বাজারে। তাই আজকে আপনাদের সামনে টেসলা ফোনের স্পেসিফিকেশন নিয়ে আপডেট তথ্য উপস্থাপন করব। আপনারা যারা এই ফোনের স্পেসিফিকেশন ও ধারণ ক্ষমতা জানতে চেয়ে অনলাইনে অনুসন্ধান করেন তাদের জানানোর সুবিধার্থে আজকের এই আর্টিকেলে এই ফোনের ফিচার এবং বিভিন্ন স্পেসিফিকেশন নিয়ে তথ্য উপস্থাপন করব ‌। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।

টেসলা পাই ফোন

কার এবং রকেট এর জন্য পরিচিত টেসলা কোম্পানি সম্প্রতি উন্নত মানের স্মার্টফোন এনেছে বাজারে। আধুনিক সুবিধা সমৃদ্ধ এই ফোন নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে নানান কৌতুহল। টেসলা ফোনের বিশেষত্ব এই ফোনটি কি কি বিশেষ সুবিধা প্রদান করবে ইত্যাদি নানান বিষয় সম্পর্কে গুগলে সার্চ করা হচ্ছে। তবে যতটুকু জানা গেছে তার মধ্যে টেসলা পাই ফাইভ-জি ২০২২ স্মার্টফোনটিতে দারুন সব ফিচার যুক্ত থাকবে।

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ডিসেম্বরের এক তারিখে সারা বিশ্ব জুড়ে অবমুক্ত করা হবে এই ফোনটি। তবে প্রযুক্তিগত কারণে এই ফোনের মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে যেতেও পারে। টেসলা ফোন বাজারে আসলে প্রযুক্তিগত উন্নয়ন আরো একধাপ এগিয়ে যাবে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

টেসলা পাই‌ফোনের স্পেসিফিকেশন  ২০২২

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং নানান ধরনের ফিচার সম্বলিত টেসলাফাইন ফাইভজি স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এই ফোনে থাকবে ওএলডি টাইপের 6.7 ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হবে ১২৮৪×২৭৭৮ পিক্সেলমানের। পিকচারের ঘনত্ব হবে ৪৫৮ টি পি আই। ফোনের কভার হবে মেটাল এবং গ্লাসের তৈরি। ফোনটিতে রেম থাকবে 8 অথবা 12gb এবং রম থাকবে ২৫৬ বা ৫১২ জিবি। টেসলা পাই ফোনের এন্ড্রয়েড ভার্সন হবে এন্ড্রয়েড ১২.০।

এই ফোনে থাকবে ৪৭০০ মিলি এম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং থাকবে সোলার চার্জিং সিস্টেম । মাত্র ৩০ মিনিটের মধ্যেই সূর্যের আলোতে ফোনটি চার্জ করার ব্যবস্থা রয়েছে। ফোনটি স্যাটেলাইট থেকে কানেকশন সংগ্রহ করতে পারবে যার ফলে বিশ্বের যে কোন প্রান্তে নেটওয়ার্ক কানেকশন অটুট থাকবে। জঙ্গল কিংবা পাহাড় পর্বতে যেকোনো জায়গায় নেটওয়ার্কের কোন ঝামেলা পোহাতে হবে না।

টেসলা পাই ফোনের ক্যামেরা বৈশিষ্ট্য

অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ফোন ৫জি ২০২২ সালেই মুক্তির অপেক্ষায় রয়েছে। ডিসেম্বর বিশ্বব্যাপী অবমুক্ত করা হবে এই মডেলের ফোনটি। এই ফোনে পিছনে থাকবে চারটি ক্যামেরা যাদের ধারণক্ষমতা হবে যথাক্রমে ১০৮ মেগাপিক্সেল, ৫০ মেগাপিক্সেল, ৫০ মেগাপিক্সেল এবং সেই সাথে পাঁচ মেগাপিক্সেল। সামনে থাকবে ৪৭ মেগাপিক্সেল ক্ষমতার সম্পন্ন ক্যামেরা। ফোনে থাকবে ডুয়াল এলইডি ডুয়ালটন ফ্ল্যাশ এবং থাকবে অটোফোকাস্ সিস্টেম। ফোনটির ডিসপ্লের ধরন হবে ফোর কে, এইচডি, এইচ ডি আর, নাইট ভিশন এবং প্যানোরামা মুডের। ক্যামেরা ফিচার এর মধ্যে অটো ফ্লাশ, ডিজিটাল জুম, টাস টু ফোকাস এবং ফেস ডিটেকশন ক্ষমতা থাকবে এই ফোনে।

টেসলা পাই ফোনের স্পেসিফিকেশন ২০২২

স্মার্টফোন জগতে নতুন প্রযুক্তি ব্যবহার করি আরো এক ধাপ উন্নয়ন ঘটিয়ে মানবজাতিকে ফাইভ-জি নেটওয়ার্ক সম্মিলিত উন্নত সেবা প্রদান করতে যাচ্ছে এই মডেলের ফোন। চাহিদা কতটুকু পূরণ করতে পারবে টেসলা ফোন তা দেখার কৌশল এখন প্রযুক্তিপ্রেমী মানুষের চোখে।

শেষ কথা

অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন জগতে এই মডেলের ফোনটি একটি আলোড়ন সৃষ্টিকারী ফোন হতে চলেছে। ইতিপূর্বে আইফোন সহ স্যামসাং বাজার কাপিয়েছিল টেসলা ফোনের আগমনকে কেন্দ্র করে প্রযুক্তির বাজারে নতুন একমাত্র যোগ হয়েছে।
এখন শুধু দেখার পালা এই মডেলের ফোনটি কতটুকু ভালো সার্ভিস দিতে সক্ষম হয়। আমার প্রিয় ভিজিটরদের এই সুসংবাদ দিয়ে আমি ধন্য। সকলের জন্য শুভকামনা রেখে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *