ulefone Armor X10 Pro Bangla Review with Singapore Price

Ulefone Armor X10 Pro রিভিউ, বর্ণনা ও সিঙ্গাপুরের দাম

এই ফোনটি চায়না ব্র্যান্ডের একটি ফোন এটি দুইটি কালারে পাওয়া যায়। ব্ল্যাক এবং গ্রে। এই ফোনটি ১০ই মার্চ ২০২২ সালে প্রথম রিলিজ হয় এবং ২০২২ সাল ১০ই মার্চ থেকে সিঙ্গাপুরের মার্কেটে পাওয়া যাচ্ছে।এটি আকর্ষণীয় ডিজাইনের টুয়েন্টি মেগাপিক্সেল দুইটি ক্যামেরা বিশিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

এটিতে চিফ সিটি হিসেবে এটিতে আরো স্টোরেজ হিসেবে রয়েছে চার জিবি রেম এবং ৬৪ জিবি এমএমসি 5.1 স্টোরেজ। আপনি যদি এই মডেলের ফোনের রিভিউ বর্ণনা এবং সিঙ্গাপুর মার্কেটে এই মোবাইলের দাম কত জানতে চান তবে এই রিভিউ আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। চলুন আমরা নিচে এই ফোন সম্পর্কে বিস্তারিত এবং সিঙ্গাপুরের দাম সম্পর্কে জেনে নেই।

Ulefone Armor X10 Pro ডিজাইন

এটি ডিজাইনের কথা বলতে গেলে এটির ব্যাকপ্যানেল প্লাস্টিক দ্বারা তৈরি এবং বডিফ্রেম প্লাস্টিক তবে ব্যাক প্যানেলে রাবার টাইপের কিছু ইউজ করা হয়েছে কারণ যেহেতু এটি ip67 রেটিং দেওয়া রয়েছে যা ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারবে সেই জন্য ব্যাকসাইড দেখতে ততটা ও আকর্ষণীয় নয় ।

Ulefone Armor X10 Pro বডি

এটি ১৪.৬ toমিলিমিটারের থিকনেস ।ওজন হচ্ছে ২৫৬ গ্রাম ।এটির বাম পাশে রয়েছে নিচে একটি পাওয়ার বাটন এবং উপরে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন ।এটির উপরে রয়েছে 3.5 mm headphone z1 নিচের দিকে রয়েছে টাইপসি পোর্ট।
সব মিলিয়ে এর বডি চমৎকার।

Ulefone Armor X10 Proডিসপ্লে

ডিসপ্লের কথা বলতে গেলে এটি যেহেতু 720p রেজুলেশন এর একটি ডিসপ্লে এতে ৭ সার্পনেস এর ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন এটি 5.45 inch 76.7 সেন্টিমিটার একটি ডিসপ্লে এটি রেজুলেশন 720 ×১৪৪০ পিক্সেল ২৯৫। তবে এ ডিসপ্লের ফ্রন্টে কোন ধরনের কর্নিং করিলা গ্লাস ব্যবহার করা হয়েছে কিনা তা জানা যায়নি এটি যেহেতু একটি এন্ট্রি বাজেটের ফোন ডিসপ্লের বেশি আশা করা ঠিক নয়।

Ulefone Armor X10 Pro হার্ডওয়্যার ও সফটওয়্যার

এটি android ১১ রান করছে এটি চিপস হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটে হিলিও টি-টোয়েন্টি টু যা একটি ১২ ন্যানোমিটার আলকিটেকচার এ তৈরি। এটি একটি করে একটি চিপসের যেটি ২.০ গিগাহার্জ a53 সিপিউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআর জি ই ৮৩২০ । অল্প বাজেটের একটি চিপসে এতে আপনি ডে টু ডে ইউজের জন্য নিতে পারেন এতে আহামরি কিছু আশা করা যাবে না। এটি যেহেতু একটি কম বাজেটের ফল এতে আরো রয়েছে 64gb স্টোরেজ সাথে 4gb ram র‍্যাম থাকার কারণে আপনি মাল্টি টাচস্ক্রিন করতে পারবেন।

Ulefone Armor X10 Pro ক্যামেরা

এটিতে রয়েছে ২০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা যার অ্যাপাচার ১.৮২৬ মিলিমিটার।
এটি ডুয়েল ক্যামেরা হিসেবে কাজ করে হোয়াইট লেন্স ২৬ মিলিমিটার এবং ডিপ সেন্সরের কাজ করবে। হোয়াইট লেন্স এবং depensor তোলা ছবি যদিও কোন কাজের হবে না তবে মেইন ক্যামেরা মোটামুটি লেভেলের কাজ চলার মত হবে।

Ulefone Armor X10 Pro সেলফি ক্যামেরা

সেলফি ক্যামেরা হিসেবে সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরার অ্যাপাচার ২.২ এটি দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন তবে আপনি তেমন ধরনের ছবির কোয়ালিটি পাবেন না যেহেতু স্বল্প বাজেটের ফোন। এর থেকে বেশি কিছু আশা করা যায় না তবে মোটামুটি মানের চালিয়ে নেওয়ার মতো। আপনি ভিডিও কলে কথা বলা ও ভ্লগ ভিডিও করার মত মৌলিক কাজগুলো করতে পারবেন।

লো লাইটের কথা যদি বলি বিশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে মোটামুটি মানের আলো যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে ইউজফুল ছবি পাবেন আর যদি আলো কমে যায় তাহলে সে ক্ষেত্রে ভালো ছবি উঠবেনা। আর সেলফি ক্যামেরা এটির তো ভালো লাইট থাকলে মোটামুটি চলবে লো লাইটের জন্য একদমই নয়।

Ulefone Armor X10 Pro মেমোরি

এতে ৬৪ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেই সাথে 4gb রেম রয়েছে এতে আলাদা করে ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করার সুযোগ রয়েছে।
কমন বিষয়

আমরা ফোনে যা যা পাই এটি তো সাধারণত সেগুলি পাব যেমন ওয়াইফাই রয়েছে ৮০২.১১ a/b/g/n/ac এছাড়া ডুয়েল ব্রান্ডের ওয়াইফাই সাপোর্ট রয়েছে এটি একটি ভালো বিষয় ওয়াইফাই ডিলিট হটস্পট রয়েছে।
এতে ব্লুটুথ ৫.০ রয়েছে।

এতে জিপিএস সাপোর্ট করে আরেকটি মজার বিষয় হচ্ছে এতে এনএফসি সাপোর্ট রয়েছে আপনি এটি দিয়ে রিমোটের কাজ করতে পারবেন। আর এতে এফএম রেডিও রয়েছে এতে টাইপস রিপোর্ট ইউজ করা হয়েছে ফিচার প্রয়োজনীয় কিছু সেন্সর রয়েছে যেমন প্রক্সিমিটি সেন্সর কম্পাস এক্সেলোমিটার রয়েছে।

Ulefone Armor X10 Pro ব্যাটারি

এতে ৫১৮০ mAh লি পলি আই এম পল ব্যাটারি ইউজ করা হয়েছে । যেহেতু এটি বড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে আপনাকে লং টাইম ব্যাকআপ দিতে পারবে চার্জ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবে

Reference: Happy Bangla

Ulefone Armor X10 Pro সিঙ্গাপুরের দাম

সিঙ্গাপুরে এই মডেলের ফোনের দাম নির্ধারণ করা হয়েছেSGD 375 যা উপরে বর্ণিত রিভিউ অনুযায়ী গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে। এবং বাজার সামঞ্জস্য দাম। সিঙ্গাপুরের যেকোনো মোবাইল মার্কেটে এই মডেলের android smartphone পাওয়া যায় আপনি যদি এই মডেলের এন্ড্রয়েড স্মার্ট ফোন পছন্দ করে থাকেন রিভিউ বর্ণনা ও দাম জেনে আজই যোগাযোগ করুন সিঙ্গাপুরের যে কোন মোবাইল মার্কেটে। ঝটপট কিনে ফেলুন আকর্ষণীয় স্মার্টফোনটি।

Ulefone Armor X10 Pro ভালো দিক মন্দ দিক বিশ্লেষণ

যে যে জিনিস গুলো ভালো লেগেছে এবং লাগেনি সেটি নিচে দেওয়া হল।
আগে বলবো যে যে জিনিস গুলো ভালো লেগেছে।

ভালো দিক

যে জিনিস গুলো ভালো লাগার বিষয় তা হল এতে আইপি 67 রেটিং আছে এবং এটি টাইপস রিপোর্ট আছে ।এতে আরো রয়েছে এনএফসি এগুলো কারণেই এই ফোনটি ব্যবহারে স্বাচ্ছন্দ বোধ করবেন এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা।

খারাপ দিক
ফোনটির ফ্রন্ট ক্যামেরা আর একটু উন্নত করা যেত এবং ফোনটির ডিজাইন টা ভালো লাগেনি আরেকটু উন্নত করা যেত এবং এর প্রফেসরটা যদি আরেকটু হাই কোয়ালিটির দেওয়া হত তাহলে বিষয়টা আরো ভালো হতো। আর বিশেষ করে এর থিকনেস এটি যেহেতু ১৪.৬ মিলিমিটার থিকনেসের সেহেতু ফ্যানফিলের সমস্যা হবে।
এছাড়া বাকি সবকিছু বাজেট হিসেবে ঠিকঠাক লেগেছে।

গেমিং

গেমিং এর কথা সবার শেষে বলছি কারণ এটি গেমারদের টার্গেট করে বানানো হয়নি ।
এটি কম বাজেটের একটি ফোন ।এতে আপনি সাধারণ গেম গুলো খেলতে পারবেন ।
এতে আপনি হাই কোন কোয়ালিটির গেম খেলতে পারবেন না ।
যেমন pubg এর মতো গেম এতে খেলতে পারবেন না। সেহেতু এর কাছ থেকে এর বেশি আমরা আশা করতে পারি না যেহেতু এতে আইপি 67 রেটিং দেওয়া রয়েছে সেহেতু এটা অবশ্যই গেমারদের টার্গেট করে বানানো হয়নি আপনি যদি গেম খেলার জন্য চয়েস করতে চান তাহলে এটি আপনার জন্য নয়।

উপসংহার

আমাদের এই ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আর যদি আপনি কোন বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন। আমরা চেষ্টা করেছি নির্ভরযোগ্য সূত্র থেকে এই মডেলের ফোন সম্পর্কে নিখুঁত তথ্য দিতে।
তাই ভালো দিক এবং মন্দ দিক উভয়টি প্রকাশ করেছি আপনার পছন্দ-অপছন্দ নিশ্চিত করার জন্য। তবুও কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *