ফেসবুক প্রফেশনাল মোড কি? ফেসবুক প্রফেশনাল মোড চালুর উপায়

প্রিয় পাঠক বন্ধুরা, ফেসবুক চিনেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। দিন যতই যাচ্ছে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। জনপ্রিয়তার কারণে ফেসবুক কোম্পানিও নিত্য নতুন ফিচার যোগ করছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ফেসবুক প্রফেশনাল মোড নিয়ে এসেছে। আর এই ফেসবুক নতুন ফিচারটি সকল ফেসবুক ইউজারের নিকট জনপ্রিয়তা লাভ করেছে।

আপনি কি জানতে চান ফেসবুক প্রোফেশনাল মোড কি? এর সুযোগ সুবিধা কি? ফেসবুক প্রফেশনাল মোড চালু করার উপায় কি?
আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আজকের আর্টিকেল আলোচনা করা হবে। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

ফেসবুক প্রফেশনাল মোড কি?

ইতোমধ্যে হয়তো ফেসবুক প্রফেশনাল মোড নিয়ে কমবেশি সবাই জানেন। ফেসবুক একটি নতুন ফিচার নিয়ে এসেছে যা আপনার প্রোফাইলটিকে নতুন লুক দিবে এবং পেইজের মতো অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা থাকবে। এজন্য সকল ফেসবুক ইউজার এই ফিচারটি পাওয়ার জন্য বেশ উদগৃব হয়ে আছেন। ফেসবুক প্রফেশনাল মোড এর কাজ হল ফেসবুক পেজ এবং ফিচারগুলো ফেসবুকে অ্যাকাউন্ট বা প্রোফাইলে প্রদান করা। এছাড়া এই ফিচার ব্যবহার করে ফেসবুক প্রোফাইল দারাই ইনকাম করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক প্রফেশনাল মোড কি ও কিভাবে ফেসবুক প্রফেশনাল মুড চালু করা যায়।

ফেসবুক প্রফেশনাল মোড এর কাজ কি?

সহজ ভাষায় বলতে গেলে ফেসবুক পেইজের মতো দেখতে প্রোফাইল তৈরির ফিচার হল প্রফেশনাল মোড। আপনি যদি আপনার কনটেন্ট এর জন্য পেজ ব্যবহার না করে প্রোফাইল ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রফেশনাল মুড ব্যবহার করতে পারেন।
এক্ষেত্রে আপনার ফ্রি ডে পাবলিক কনটেন্ট পোস্ট করা যাবে ও যে কেউ আপনার কন্টেন দেখতে পাবে। তবে আপনি চাইলে আপনার পোস্ট কারা কারা দেখতে পাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মানে হলো সাধারণ প্রোফাইলের মতো পোস্ট এর প্রাইভেসি পাবলিক বা ফ্রেন্ডস হিসেবে সেট করা যাবে।

ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা

এবার জেনে নেই প্রোফাইলের জন্য প্রফেশনাল মোড চালু করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। প্রফেশনাল মোড চালু করলে প্রোফাইলে নিচে বর্ণিত পরিবর্তন গুলো দেখতে পারবেন:

ফলোয়ার্স: ডিফল্ট সেটিং এ আপনাকে পাবলিক অর্থাৎ যে কোন ফেসবুক ব্যবহারকারী ফলো করতে পারবে। এছাড়া আপনার পাবলিক কনটেন্ট সকল ফেসবুক ব্যবহারকারী দেখতে পারবে। তবে চাইলে পোস্ট এর প্রাইভেসি ফ্রেন্ডস সেট করা যাবে।

ক্যাটাগরি: ইন্ট্রো সেকশনে ক্যাটাগরি অপশন এড হয়ে যাবে যার দ্বারা আপনি কি ধরনের কনটেন্ট তৈরি করবেন তার ওপর ক্যাটাগরি সেট করতে হবে।
ডিফল্টভাবে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটার সেট হয়ে থাকবে।

তবে এডিট প্রোফাইল থেকে ডিটেলস অপশনে গিয়ে ক্যাটাগরি পরিবর্তন করে নিতে পারবেন। প্রফেশনাল মোট চালু থাকলে প্রোফাইল ট্রান্সপারেন্সি সেকশনে অধিক তথ্য দেখানো হবে। প্রফেশনাল মোড চালু করলে যেসব প্রফেশনাল টুল ও ফিচার পাবেন সেগুলো হলো:

প্রফেশনাল ড্যাশবোর্ড: প্রোফাইলের জন্য প্রফেশনাল টুল পাবেন ও ফলোয়ার, পোস্ট রিচ, পোস্ট এংগেজমেন্ট ইত্যাদি বিষয়ে আলাদা এনালাইটিকস অপশন পাবেন।

ইনভাইট: আপনার ফলোয়ার গন অন্যদের আপনার প্রোফাইল ফলো করতে ইনভাইট করতে পারবে।

পোস্ট কম্পোজার: আপনার পোস্ট এর প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারবেন।

ক্রিয়েটর সাপোর্ট: এলিজেবল ক্রিয়েটরগণ ফেসবুক সাপোর্ট থেকে অর্থ পাবেন।

রিকমেন্ডেশন: এই জীবন প্রোফাইল এর কনটেন্ট ও প্রোফাইল ফেসবুক ব্যবহারকারীদের সামনে ফলো করার জন্য রিকুমেন্ট করা হবে। ফেসবুক প্রোফাইলের জন্য প্রফেশনাল মুড এর সবচেয়ে বড় সুবিধা হল মনিটাইজেশন এর অপশন। অর্থাৎ আপনার প্রোফাইলে করা পোস্ট কনটেইন মনিটাইজ করতে পারবেন প্রফেশনাল মোড চালু থাকলে।

ফেসবুক প্রফেশনাল মোড চালু থাকলে যেসব মনিটাইজেশনের সুযোগ পাবেন সেগুলো হল:

রিলস এড: পাবলিক্যালি শেয়ার করা রিংস থেকে আয় করতে রিলছে বিজ্ঞাপন দেখা যাবে।
ইন স্ট্রিম এড: ভিডিওতে এড দেখিয়েও আয় করা যাবে।

সাবস্ক্রিপশন: ফ্রেন্ডের সাথে গভীর সম্পর্ক থাকলে সাবস্ক্রিপশন অপশন এর মাধ্যমে এক্সক্লুসিভ কন্টেন্ট থেকে আয় করার সুযোগ রয়েছে।

ফেসবুক প্রফেশনাল মোড এর সাথে কিছু সেফটি ফিচার্স পেয়ে যাবেন।
যেমন:
প্রাইভেসি: প্রফেশনাল মোড চালু করলে যে কেউ আপনার পোস্ট দেখতে পাবে, তবে ইতিমধ্যে করা পোস্টগুলোর প্রাইভেসি ঠিক হয়ে থাকবে।

মডারেশন এসিস্ট: অটোমেটিক মডারেশন টুল ব্যবহার করে কনটেন্টে কমেন্ট মডারেট করতে পারবেন।
কমেন্ট ম্যানেজমেন্ট: কোন পোস্টে কমেন্ট চালু বা বন্ধ করে রাখতে পারবেন।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার নিয়ম

প্রোফাইলের জন্য প্রফেশনাল মুড চালু করতে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:

ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন।
এরপর থ্রি লাইন মেনু আইকনে ট্যাগ করুন টার্ন অন প্রফেশনাল মোড (turn on professional mode) অপশন সিলেক্ট করুন।
প্রফেশনাল মোট সম্পর্কে কিছু তথ্য সম্পর্কিত একটি পপ আপ দেখতে পাবেন turn on সিলেক্ট করুন।
এরপর আপনার ফেসবুক ড্যাশবোর্ড পরিবর্তন হয়ে প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে।

 

পরিশেষে

ফেসবুকের নতুন এই আপডেট আপনার প্রোফাইল কে করে তুলবে সকলের নিকট গ্রহণযোগ্য। তাই আপনি যদি উপরে বর্নিত ফেসবুক প্রফেশনাল মোড এর সুযোগ সুবিধা এবং চালু করার উপায় পড়ে জেনে সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে অনায়াসে আপনার একাউন্টটি প্রফেশনাল মোডে ট্রান্সফার করে সুযোগ সুবিধা উপভোগ করুন।
পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *